আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোরআন প্রশিক্ষণের মাধ্যমে সমাজ সংস্কার অব্যাহত রাখতে হবে: মাওলানা হালিম

স্টাফ রিপোর্টার

কোরআন প্রশিক্ষণের মাধ্যমে সমাজ সংস্কার অব্যাহত রাখতে হবে: মাওলানা হালিম

‘তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের’ সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেছেন, কোরআন শিক্ষা, প্রশিক্ষণ ও তাকওয়া অবলম্বনের মাধ্যমে সমাজ সংস্কারের কাজ অব্যাহত রাখতে হবে। শিশু-কিশোর, যুবক ও বয়স্ক সব পর্যায়ে কোরআন দ্বারা জীবন পরিচালিত করার প্রয়োজনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ফাউন্ডেশনের সদস্যদের দায়িত্ব। এ কাজ আমরা আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির জন্যই করছি।

বুধবার বিকেলে রাজধানীর রামপুরায় কেন্দ্রীয় কার্যালয়ে ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী বলেন, মক্কা মদিনায় আরবি ভাষা চালু থাকলেও তারা তা’লীমুল কোরআন চালু রেখেছে, কিন্তু আমরা তা পারছিনা। সবার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করা অপরিহার্য। সমাজ পরিবর্তনের জন্য কোরআনের আমলের কোন বিকল্প নেই। তা’লীমুল কোরআনের কাজকে আরো বেগবান করার জন্য সবার সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা মো: শরিয়ত উল্লাহর সঞ্চালনায় সভায় অর্থ সহ কোরআন তেলাওয়াত করেন- মাওলানা বোরহান উদ্দিন। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন মাওলানা আবদুর রহিম। ফাউন্ডেশনের অডিট রিপোর্ট পেশ করেন মাওলানা আবদুল মান্নান। বার্ষিক সংক্ষিপ্ত প্রতিবেদন ২০২৫ এবং বার্ষিক পরিকল্পনা ২০২৬ পেশ করেন মাওলনা আবদুল হালিম।

সভার নির্ধারিত কার্যসূচি আলোচনা-পর্যালোচনা, সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন এবং উপস্থিত সদস্যদের প্রস্তাব ও পরামর্শ গ্রহণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন