ঢাবি সংবাদদাতা
সরকার যখনই চায়, তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব-১ ও এপিবিএন সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চিয়তা নেই। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব-১ ও এপিবিএনের কার্যালয়ে গিয়ে বিভিন্ন সারির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বিভিন্ন রকম দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। পাশাপাশি তিনি দুই কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং যেগুলোতে ক্রটি রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের পরামর্শ দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারিী মারণাস্ত্র থাকবে না। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র। মারণাস্ত্র মানে বড় ধরনের হাতিয়ারগুলো থাকবে না। আপনারা জানেন, এপিবিএনের রোল (ভূমিকা) আর অন্যান্য পুলিশের রোল কিন্তু এক না। একেকটা ইউনিট একেক রোলের জন্য তৈরি হয়েছে। এপিবিএন, থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার।
তিনি আরো বলেন, আমাদের যদি কখনো যুদ্ধ করতে হয়, তাহলে এরা (এপিবিএন) কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করবে। অন্যরাও যুদ্ধ করবে, কিন্তু এপিবিএন ফ্রন্টে থাকবে। এজন্য তাদের হাতিয়ার অন্যান্য ইউনিটের চেয়ে ভিন্ন। যেমন ধরেন, নৌ-পুলিশের বেশি দরকার জলযান। আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রয়োজন অন্য রকম সরঞ্জামের।
উপদেষ্টা বলেন, এইবার ঈদে কিন্তু খারাপ কোনো কিছু আপনারা রিপোর্ট করতে পারেননি। এতে বোঝা যায়, আইন-শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। ছোটখাট দু-একটা ঘটনা যে ঘটেনি, তা না। দু-একটি চুরি-ছিনতাই হয়েছে। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আপনারা দোয়া করবেন, বড় ধরনের যেন কিছু না হয়।
তিনি বলেন, সামাজিক হত্যাকাণ্ড কীভাবে কমিয়ে আনা যায়, সেজন্য আমরা চেষ্টা করছি। আপনারা লোকজনকে সচেতন করতে পারেন।
উত্তরার ছিনতাইয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক সময় র্যাব-পুলিশের পোশাক পরে অনেকে অনেক অপকর্ম করছে, তারাও পার পাবে না। তাদের আইনের আওতায় আনা হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীর দুর্নীতির বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা দুটো জিনিস করতে পারেন- দুর্নীতি কীভাবে কমানো যায় এবং মাদক কীভাবে কমানো যায়। আমি বা আমার আইজি সাহেবের যদি কোনো দুর্নীতি পান, আপনারা লিখুন।
সীমান্তে ভারতের পুশ ইন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমরা ফরেন মিনিস্ট্রিতে জানিয়েছি। ভারতের যে হাই কমিশনার আছে, তিনি আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি, আমাদের নাগরিক যদি অন্য দেশে থাকে, তাহলে তাদের আমরা অবশ্যই নেব; তবে একটা প্রপার চ্যানেলে আসতে হবে। জঙ্গলের ভেতরে ফেলে দেওয়া, কোনো একটা লেকের ওপর ফেলে দেওয়া, নদীর ওপর ফেলে দেওয়া- এসব কিন্তু খুবই অমানবিক কাজ হচ্ছে। আমরা স্ট্রং প্রটেস্ট করেছি। আর তাদের কোনো নাগরিক থাকলে আমরা প্রপার চ্যানেলে পাঠাই।
গুম কমিশনের প্রতিবেদনে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি জানাতে চাইলে তিনি বলেন, গুম কমিশনের প্রতিবেদনটি আমরা দেখেছি। আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু স্বার্থান্বেষী কর্মকর্তারা গুম নামক কর্মকাণ্ডে জড়িয়েছিল।
এ সময় আইজিপি বাহারুল আলম, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুল্লাহ আল মাহমুদ ও র্যাব-১ এর লে. কর্নেল জাহিদুল করীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকার যখনই চায়, তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব-১ ও এপিবিএন সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চিয়তা নেই। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব-১ ও এপিবিএনের কার্যালয়ে গিয়ে বিভিন্ন সারির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বিভিন্ন রকম দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। পাশাপাশি তিনি দুই কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং যেগুলোতে ক্রটি রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের পরামর্শ দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারিী মারণাস্ত্র থাকবে না। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র। মারণাস্ত্র মানে বড় ধরনের হাতিয়ারগুলো থাকবে না। আপনারা জানেন, এপিবিএনের রোল (ভূমিকা) আর অন্যান্য পুলিশের রোল কিন্তু এক না। একেকটা ইউনিট একেক রোলের জন্য তৈরি হয়েছে। এপিবিএন, থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার।
তিনি আরো বলেন, আমাদের যদি কখনো যুদ্ধ করতে হয়, তাহলে এরা (এপিবিএন) কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করবে। অন্যরাও যুদ্ধ করবে, কিন্তু এপিবিএন ফ্রন্টে থাকবে। এজন্য তাদের হাতিয়ার অন্যান্য ইউনিটের চেয়ে ভিন্ন। যেমন ধরেন, নৌ-পুলিশের বেশি দরকার জলযান। আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রয়োজন অন্য রকম সরঞ্জামের।
উপদেষ্টা বলেন, এইবার ঈদে কিন্তু খারাপ কোনো কিছু আপনারা রিপোর্ট করতে পারেননি। এতে বোঝা যায়, আইন-শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। ছোটখাট দু-একটা ঘটনা যে ঘটেনি, তা না। দু-একটি চুরি-ছিনতাই হয়েছে। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আপনারা দোয়া করবেন, বড় ধরনের যেন কিছু না হয়।
তিনি বলেন, সামাজিক হত্যাকাণ্ড কীভাবে কমিয়ে আনা যায়, সেজন্য আমরা চেষ্টা করছি। আপনারা লোকজনকে সচেতন করতে পারেন।
উত্তরার ছিনতাইয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক সময় র্যাব-পুলিশের পোশাক পরে অনেকে অনেক অপকর্ম করছে, তারাও পার পাবে না। তাদের আইনের আওতায় আনা হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীর দুর্নীতির বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা দুটো জিনিস করতে পারেন- দুর্নীতি কীভাবে কমানো যায় এবং মাদক কীভাবে কমানো যায়। আমি বা আমার আইজি সাহেবের যদি কোনো দুর্নীতি পান, আপনারা লিখুন।
সীমান্তে ভারতের পুশ ইন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমরা ফরেন মিনিস্ট্রিতে জানিয়েছি। ভারতের যে হাই কমিশনার আছে, তিনি আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি, আমাদের নাগরিক যদি অন্য দেশে থাকে, তাহলে তাদের আমরা অবশ্যই নেব; তবে একটা প্রপার চ্যানেলে আসতে হবে। জঙ্গলের ভেতরে ফেলে দেওয়া, কোনো একটা লেকের ওপর ফেলে দেওয়া, নদীর ওপর ফেলে দেওয়া- এসব কিন্তু খুবই অমানবিক কাজ হচ্ছে। আমরা স্ট্রং প্রটেস্ট করেছি। আর তাদের কোনো নাগরিক থাকলে আমরা প্রপার চ্যানেলে পাঠাই।
গুম কমিশনের প্রতিবেদনে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি জানাতে চাইলে তিনি বলেন, গুম কমিশনের প্রতিবেদনটি আমরা দেখেছি। আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু স্বার্থান্বেষী কর্মকর্তারা গুম নামক কর্মকাণ্ডে জড়িয়েছিল।
এ সময় আইজিপি বাহারুল আলম, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুল্লাহ আল মাহমুদ ও র্যাব-১ এর লে. কর্নেল জাহিদুল করীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
৩৯ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২ ঘণ্টা আগে