জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাতায়াতে ৮ জোড়া বিশেষ ট্রেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৮: ২৮
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮: ৩২

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই বিশেষ ট্রেন ভাড়া করছে বলে জানা গেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশেষ ট্রেনের জন্য তাদের অনুকূলে আগাম ভাড়া পরিশোধ করতে হবে। তবে, ৮ জোড়া ট্রেনের মোট ভাড়া কত আসবে তা এখনো জানা যায়নি।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে ৫ আগস্ট মঙ্গলবার ঢাকায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতার অংশগ্রহণের জন্য চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর, নারায়নগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ, নরসিংদী-ঢাকা-নরসিংদী, সিলেট-ঢাকা-সিলেট, রাজশাহী-ঢাকা-রাজশাহী, রংপুর-ঢাকা-রংপুর এবং ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে যাতায়াতে ৮ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্পেশাল ট্রেনগুলোর ইঞ্জিন হায়ার চার্জ, ভাড়া ও অন্যান্য সকল পাওনা আদায় সাপেক্ষে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এই ৮ জোড়া ট্রেনের মোট কত টাকা ভাড়া আসবে সেটা এখনো চূড়ান্ত হিসাব হয়নি বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছিল। এজন্য তাদের প্রায় ৩২ লাখ টাকা ভাড়া গুনতে হয়েছে। এদিকে আজ শাহাবাগে সমাবেশে যাতায়াতের জন্য প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত