আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সম্মিলিত নাগরিক ফোরামের শোক

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত নাগরিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।

বিজ্ঞাপন

শোক বিবৃতিতে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর মতো নেতৃত্ব খুবই প্রয়োজন ছিল।

দুলু বলেন, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন এবং সর্বোচ্চ আসনে পৌঁছে দিয়েছেন।

তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তাঁর মৃত্যুতে জাতি শোককে শক্তিতে পরিণত করবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান জিয়াউল কবির দুলু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন