বুয়েট উপাচার্যের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
জুলাই শহিদদের ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে পর্যবেক্ষণ করেছে গণপূর্ত অধিদপ্তর। সংস্থাটি বলছে, পর্যবেক্ষণে বিবেচ্য আইটেমসমূহের দর সম্পর্কে সঠিকতা পাওয়া যায়। উল্লিখিত আইটেমের রেটগুলো গণপূর্ত রেট সিডিউল-২০২২ (সংশোধিত) অনুযায়ী প্রণয়ন করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পর্যবেক্ষণের তথ্য জানায় গণপূর্ত অধিদপ্তর।
গতরোববার একটি জাতীয় পত্রিকায় ‘৯শ' টাকার পিলার ৪০ হাজা’ জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পে হরিলুট’ শিরোনামে প্রকাশিত হয়। এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)সভায় প্রকল্পটি অনুমোদনের কথা থাকলেও সংবাদ প্রকাশের পর সেটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত হয়। পরে এটির ব্যয় পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয় উপদেষ্টা কমিটির বৈঠকে।
আজ সোমবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক আলোচ্য প্রকল্পটির জন্য প্রাথমিক স্থাপত্য নকশার আলোকে প্রকল্প ব্যয় নিরূপণ করা হয়েছে। বিস্তারিত স্থাপত্য নকশা ও কাঠামোগত নকশা শেষ হলে তদনুযায়ী প্রকল্পের ব্যয় কম বেশী হতে পারে। কিন্তু পত্রিকায় প্রকাশিত উল্লিখিত সব তথ্য সম্পূর্ণ অসত্য। এটি জনমনে উদ্বেগ তৈরিসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করে গণপূর্ত অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনের শুরুতে পিলারের বিষয়ে যে ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে, বাস্তবে প্রস্তাবিত প্রকল্পের ২১টি খাতের মধ্যে কোথাও ‘পিলার’ নামে কোন খাত নেই। এ প্রসঙ্গে আরো উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যেকোনো উন্নয়ন প্রকল্পের ডিপিপি গণপূর্ত অধিদপ্তরের অনুমোদিত সর্বশেষ দর তফশিল অনুযায়ী প্রণয়ন করা হয়। আলোচ্য ডিপিপির ক্ষেত্রে এর ব্যত্যয় হয়নি।
প্রকাশিত প্রতিবেদনে লিফট, সীমানা প্রাচীরসহ কিছু খাতের অঙ্গের ব্যয় সংক্রান্ত মনগড়া একটি তথ্য প্রদান করা হলেও লিফটের ক্ষেত্রে কত স্টপেজ বা সীমানা প্রাচীর এর কাঠামো সংক্রান্ত কোন স্পেসিফিকেশন দেয়া হয়নি। উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তরের চার সদস্য বিশিষ্ট একটি প্রাক্কলন বিশেষজ্ঞ টিম এ প্রাক্কলন পরীক্ষা করে নিম্নরূপ মতামত দিয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রস্তাবিত ঢাকার মিরপুর সেকশন-১৪ এ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ব্যয় বিষয়ে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে আহবাহয়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ, বুয়েট; স্থপতি. ডা. আবু সাঈদ মোশতাক আহমেদ, সভাপতি, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর একজন প্রতিনিধি।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে '৩৬ জুলাই' আবাসিক ফ্ল্যাট নির্মাণ" শীর্ষক প্রকল্পের প্রকল্পের ব্যয় যথাযথ পদ্ধতি অনুসরণ করে ও সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কিনা সে বিষয়ে মতামত প্রদান। এ কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে।
জুলাই শহিদদের ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে পর্যবেক্ষণ করেছে গণপূর্ত অধিদপ্তর। সংস্থাটি বলছে, পর্যবেক্ষণে বিবেচ্য আইটেমসমূহের দর সম্পর্কে সঠিকতা পাওয়া যায়। উল্লিখিত আইটেমের রেটগুলো গণপূর্ত রেট সিডিউল-২০২২ (সংশোধিত) অনুযায়ী প্রণয়ন করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পর্যবেক্ষণের তথ্য জানায় গণপূর্ত অধিদপ্তর।
গতরোববার একটি জাতীয় পত্রিকায় ‘৯শ' টাকার পিলার ৪০ হাজা’ জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পে হরিলুট’ শিরোনামে প্রকাশিত হয়। এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)সভায় প্রকল্পটি অনুমোদনের কথা থাকলেও সংবাদ প্রকাশের পর সেটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত হয়। পরে এটির ব্যয় পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয় উপদেষ্টা কমিটির বৈঠকে।
আজ সোমবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক আলোচ্য প্রকল্পটির জন্য প্রাথমিক স্থাপত্য নকশার আলোকে প্রকল্প ব্যয় নিরূপণ করা হয়েছে। বিস্তারিত স্থাপত্য নকশা ও কাঠামোগত নকশা শেষ হলে তদনুযায়ী প্রকল্পের ব্যয় কম বেশী হতে পারে। কিন্তু পত্রিকায় প্রকাশিত উল্লিখিত সব তথ্য সম্পূর্ণ অসত্য। এটি জনমনে উদ্বেগ তৈরিসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করে গণপূর্ত অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনের শুরুতে পিলারের বিষয়ে যে ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে, বাস্তবে প্রস্তাবিত প্রকল্পের ২১টি খাতের মধ্যে কোথাও ‘পিলার’ নামে কোন খাত নেই। এ প্রসঙ্গে আরো উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যেকোনো উন্নয়ন প্রকল্পের ডিপিপি গণপূর্ত অধিদপ্তরের অনুমোদিত সর্বশেষ দর তফশিল অনুযায়ী প্রণয়ন করা হয়। আলোচ্য ডিপিপির ক্ষেত্রে এর ব্যত্যয় হয়নি।
প্রকাশিত প্রতিবেদনে লিফট, সীমানা প্রাচীরসহ কিছু খাতের অঙ্গের ব্যয় সংক্রান্ত মনগড়া একটি তথ্য প্রদান করা হলেও লিফটের ক্ষেত্রে কত স্টপেজ বা সীমানা প্রাচীর এর কাঠামো সংক্রান্ত কোন স্পেসিফিকেশন দেয়া হয়নি। উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তরের চার সদস্য বিশিষ্ট একটি প্রাক্কলন বিশেষজ্ঞ টিম এ প্রাক্কলন পরীক্ষা করে নিম্নরূপ মতামত দিয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রস্তাবিত ঢাকার মিরপুর সেকশন-১৪ এ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ব্যয় বিষয়ে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে আহবাহয়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ, বুয়েট; স্থপতি. ডা. আবু সাঈদ মোশতাক আহমেদ, সভাপতি, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর একজন প্রতিনিধি।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে '৩৬ জুলাই' আবাসিক ফ্ল্যাট নির্মাণ" শীর্ষক প্রকল্পের প্রকল্পের ব্যয় যথাযথ পদ্ধতি অনুসরণ করে ও সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কিনা সে বিষয়ে মতামত প্রদান। এ কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে।
আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
৪৪ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২ ঘণ্টা আগে