শুক্রবার ২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৮: ০৪

ছবি: সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, ওই সময় জিটিসিএলের গাড়ারণ ভাল্ব স্টেশন বন্ধ রাখতে হবে। এ কারণে জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপ অনুভব করবেন।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com