জীবনের আলো নিভে গেল আলোকচিত্রী চঞ্চল মাহমুদের

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ২৩: ৫৭

না ফেরার দেশে চলে গেছেন দেশের ‘ফ্যাশন ফটোগ্রাফির’ পরিচিত মুখ চঞ্চল মাহমুদ। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চার দিন আগে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। চঞ্চল মাহমুদের মৃত্যুর খবর নিজের ফেসবুকে পোস্ট দেন আলোকচিত্রী সাহাদাত পারভেজ।

তিনি আরো জানান, ২১ জুন (শনিবার) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে দাফন করা হবে।

সাড়ে চার দশকের বেশি সময় ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন চঞ্চল মাহমুদ। দেশে ফ্যাশন ফটোগ্রাফিতে তিনি পরিচিত মুখ।

বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি ছড়িয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত