দুর্যোগ প্রস্তুতিতে যুক্ত হবে ৩ কোটিরও বেশি কিশোর-কিশোরী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৯: ৩৯

বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কবার্তাকে নতুন উচ্চতায় নিতে কিশোর-কিশোরীদের নেতৃত্বে যাত্রা শুরু করল মেট ক্লাব। সংশ্লিষ্টরা বলছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ—অর্থাৎ ৫ থেকে ১৮ বছর বয়সী ৩ কোটিরও বেশি শিশু ও কিশোর-কিশোরীকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা রয়েছে।

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে মেট ক্লাবকে দেখা হচ্ছে জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে।

বিজ্ঞাপন

বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

আয়োজনটি যৌথভাবে করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি), আঞ্চলিক সমন্বিত বহুমুখী ঝুঁকি পূর্বাভাস ব্যবস্থা, সেভ দ্য চিলড্রেন, জাগো নারী, এসকেএস ফাউন্ডেশন ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন। এতে অংশ নেন সরকারি প্রতিনিধি, উন্নয়ন ও মানবিক সংস্থার কর্মকর্তা, স্থানীয় অংশীজনসহ ঢাকা ও চট্টগ্রামের মেট ক্লাব সদস্যরা।

শিশু ও কিশোর-কেন্দ্রিক এই অনুষ্ঠানের সূচনা হয় শিশুদের তৈরি আবহাওয়া বিষয়ক সরঞ্জামের প্রদর্শনী দিয়ে। পরে মঞ্চস্থ হয় নাটক ‘পাহাড়তলি গ্রামের গল্প’, যেখানে মেট ক্লাব সদস্যদের দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও সচেতনতা সৃষ্টির কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠিত হয় আবহাওয়া বুলেটিন প্রদর্শনী, দলগত সহযোগিতা কার্যক্রম, প্যানেল আলোচনা এবং আবহাওয়া অধিদপ্তরের বর্তমান পূর্বাভাস পদ্ধতি নিয়ে উপস্থাপনা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বলেন, চট্টগ্রাম, পটুয়াখালী ও গাইবান্ধায় মেট ক্লাবের কার্যক্রম দেখে আমি অভিভূত। শিশুরা পরিবারের পাশাপাশি তাদের কমিউনিটিতেও আগাম সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে। এর ফলে দুর্যোগে মৃত্যুহার কমছে। তাদের নেতৃত্বের দক্ষতা ভবিষ্যতে আরও মানবিক প্রজন্ম গড়ে তুলবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ। মেট ক্লাবের মাধ্যমে আমরা আগাম সতর্কবার্তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে চাই। শিশুদের জ্ঞান ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ সুলতানা মল্লিক বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের পেছনে আগাম সতর্কবার্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। মেট ক্লাব সেই উদ্যোগকে নতুন মাত্রা দিয়েছে। প্রতিটি বিদ্যালয়ে মেট ক্লাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই মডেলকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা মেট ক্লাবকে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তাদের মতে, শিশুরা শুধু আগাম সতর্কতা নয়, বরং উদ্ভাবনী কার্যক্রম, গবেষণা এবং সমাজে পরিবর্তনের সক্রিয় এজেন্ট হিসেবেও নিজেদের ভূমিকা রাখবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত