আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে অপূরণীয় শূন্যতা তৈরি হলো: ডাকসু ভিপি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০: ১৫
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম খ্যাতিমান আলেম ও মুহাদ্দিস আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে মুফতি আহমদুল্লাহর অবদান ও আদর্শ তুলে ধরেন এবং শোকাহতদের প্রতি সমবেদনা জানান।

সাদিক কায়েমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

বিজ্ঞাপন

খ্যাতিমান আলেমে দ্বীন, প্রখ্যাত মুহাদ্দিস, হাজারও আলেমের উস্তাজ, জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম আল্লামা মুফতি আহমদুল্লাহ (রহ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুফতি আহমাদুল্লাহ (রহ) তিনি কুরআন ও সুন্নাহর দিকে, সত্য ও সুন্দরের পথে মানুষকে আহ্বান করেছেন। তালিবুল ইলমদের তিনি কিতাবি শিক্ষাই দেননি শুধু, বনেছিলেন অনুকরণীয় এক আদর্শে। তাঁর অনন্য আখলাক, প্রজ্ঞা ও গভীর ইলমের কারণে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও প্রিয়ভাজন ব্যক্তিত্ব।

মুফতি আহমদুল্লাহ (রহ)-এর ইন্তেকালে ইলমে ইসলামীর জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হল। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, শিষ্য, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে আরজি, তিনি যেন তাঁর বান্দাকে কবুল করেন, নসীব করেন জান্নাতুল ফিরদাউস। আমিন।

দেশবরেণ্য আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ রোববার সকাল ৬টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

জানা যায়, হাফেজ আহমদুল্লাহ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি ব্রেনস্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত