আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নৌবাহিনীর অভিযানে ৯৯ কোটি টাকার মাছ-জাল জব্দ

ঢাবি সংবাদদাতা
নৌবাহিনীর অভিযানে ৯৯ কোটি টাকার মাছ-জাল জব্দ

বঙ্গোপসাগরে সরকার ঘোষিত ৫৮ দিনের ‘মৎস্য আহরণ নিষিদ্ধকরণ কার্যক্রম-২০২৫’ শেষ হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ১৬ হাজার ৩২৮ কেজি মাছ, বিপুল পরিমাণ জাল এবং বোটসহ প্রায় ৯৯ কোটি ২১ লাখ টাকার মৎস্যসম্পদ ও উপকরণ জব্দ করা হয়। এ সময় ৫০৫ জেলেকে আটক করা হয়।

গতকাল রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়। এটি বাস্তবায়নে দায়িত্ব পালন করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় নৌবাহিনীর চারটি যুদ্ধজাহাজ এবং উল্লেখযোগ্যসংখ্যক বোট সার্বক্ষণিক টহলে নিয়োজিত ছিল।

দীর্ঘ এ সময়ে বাংলাদেশ নৌবাহিনী ২৭৫টি অপারেশন পরিচালনা করে উল্লিখিত মৎস্যসম্পদ ও উপকরণ জব্দ করে। আটককৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। মাছ ধরার নৌকা ও জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন