জ্যেষ্ঠ প্রতিবেদক
ভারতের পেট্রাপোল বর্ডার হয়ে ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর মাধ্যমে ওমানের ইকুইনিক্স ডাটা সেন্টারে যুক্ত হতে চায় স্টারলিংক। সম্প্রতি এই সংযোগটির অনুমোদন চেয়ে বিটিআরসিতে আবেদন করেছে ফাইবার এট হোম গ্লোবাল লিমিটেড।
নির্ধারিত ব্যান্ডউইথ সংযোগটি স্টারলিংকের ডেটা ট্রান্সমিশন সেবার জন্য ব্যবহৃত হবে। ফাইবার এট হোমের কালিয়াকৈর ডেটা সেন্টার থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত সংযোগটি প্রদান করবে ফাইবার এট হোম এবং পরবর্তীতে পেট্রাপোল বন্দর থেকে ভারতী এয়ারটেল কোম্পানির মাধ্যমে ওমানের বারকাতে অবস্থিত ইকুইনিক্স ডাটা সেন্টারে যুক্ত হবে স্টারলিংক।
গত ২০ মে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের কার্যক্রম শুরু হয়, যা অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিগত সরকারের সময় ইন্টারনেট শাটডাউন ছিলো দমনমূলক নীতির একটি প্রধান অস্ত্র। ৫ আগস্টের পর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এমন শাটডাউনের বিরুদ্ধে জোরালো দাবি উঠে- ইন্টারনেট যেন আর কখনও পুরোপুরি বন্ধ না হয়। সেই দাবিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততার সঙ্গে নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের মাধ্যমে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম বাস্তবায়ন করেছে, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রায় এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।
তবে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে স্টারলিংকের সেবার জন্য ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) মাধ্যমে ব্যান্ডউইডথ গ্রহণের যৌক্তিকতা নিয়ে। প্রযুক্তি বিশ্লেষকরা জানতে চাইছেন, সরকার নিজস্ব অবকাঠামো ব্যবহার না করে কেন বিদেশি সংযোগের ওপর নির্ভর করছে? সরকারের নিজস্ব সক্ষমতা কি নেই?
বাংলাদেশে স্টারলিংক তাদের গেটওয়ে স্থাপন করবে লাইসেন্সিং গাইডলাইনের নির্দেশনা অনুসারে। এসব গেটওয়ের মাধ্যমে স্টারলিংকের সেবা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যাকবোনে সংযুক্ত হবে আইটিসি বা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। তবে বিটিআরসির একটি সূত্র মন্তব্য করেছে- যেখানে কমিশন ভারতীয় নির্ভরতা কমাতে কাজ করছে, সেখানে ভারত হয়ে ওমানে সংযোগ স্থাপনের অনুমোদন দেওয়া যুক্তিসংগত নয়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আমার দেশকে বলেন, বর্তমানে এসএমডব্লিউ-৪ অথবা এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ওমানে সংযোগ স্থাপন সম্ভব নয়, কারণ উক্ত ক্যাবলগুলোর মাধ্যমে আমাদের ওমানে ল্যান্ডিং রাইট নেই। তবে এসএমডব্লিউ-৬ সাবমেরিন ক্যাবল চালু হলে ওই সংযোগ সম্ভব হবে। এসএমডব্লিউ-৬ প্রকল্পটি এই সপ্তাহেই একনেক সভায় অনুমোদিত হয়েছে এবং প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। আগামী ২০২৬ সালের অক্টোবর নাগাদ ওমানের সঙ্গে সংযোগ স্থাপনের আশা করা যাচ্ছে।
ভারতের পেট্রাপোল বর্ডার হয়ে ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর মাধ্যমে ওমানের ইকুইনিক্স ডাটা সেন্টারে যুক্ত হতে চায় স্টারলিংক। সম্প্রতি এই সংযোগটির অনুমোদন চেয়ে বিটিআরসিতে আবেদন করেছে ফাইবার এট হোম গ্লোবাল লিমিটেড।
নির্ধারিত ব্যান্ডউইথ সংযোগটি স্টারলিংকের ডেটা ট্রান্সমিশন সেবার জন্য ব্যবহৃত হবে। ফাইবার এট হোমের কালিয়াকৈর ডেটা সেন্টার থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত সংযোগটি প্রদান করবে ফাইবার এট হোম এবং পরবর্তীতে পেট্রাপোল বন্দর থেকে ভারতী এয়ারটেল কোম্পানির মাধ্যমে ওমানের বারকাতে অবস্থিত ইকুইনিক্স ডাটা সেন্টারে যুক্ত হবে স্টারলিংক।
গত ২০ মে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের কার্যক্রম শুরু হয়, যা অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিগত সরকারের সময় ইন্টারনেট শাটডাউন ছিলো দমনমূলক নীতির একটি প্রধান অস্ত্র। ৫ আগস্টের পর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এমন শাটডাউনের বিরুদ্ধে জোরালো দাবি উঠে- ইন্টারনেট যেন আর কখনও পুরোপুরি বন্ধ না হয়। সেই দাবিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততার সঙ্গে নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের মাধ্যমে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম বাস্তবায়ন করেছে, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রায় এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।
তবে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে স্টারলিংকের সেবার জন্য ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) মাধ্যমে ব্যান্ডউইডথ গ্রহণের যৌক্তিকতা নিয়ে। প্রযুক্তি বিশ্লেষকরা জানতে চাইছেন, সরকার নিজস্ব অবকাঠামো ব্যবহার না করে কেন বিদেশি সংযোগের ওপর নির্ভর করছে? সরকারের নিজস্ব সক্ষমতা কি নেই?
বাংলাদেশে স্টারলিংক তাদের গেটওয়ে স্থাপন করবে লাইসেন্সিং গাইডলাইনের নির্দেশনা অনুসারে। এসব গেটওয়ের মাধ্যমে স্টারলিংকের সেবা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যাকবোনে সংযুক্ত হবে আইটিসি বা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। তবে বিটিআরসির একটি সূত্র মন্তব্য করেছে- যেখানে কমিশন ভারতীয় নির্ভরতা কমাতে কাজ করছে, সেখানে ভারত হয়ে ওমানে সংযোগ স্থাপনের অনুমোদন দেওয়া যুক্তিসংগত নয়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আমার দেশকে বলেন, বর্তমানে এসএমডব্লিউ-৪ অথবা এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ওমানে সংযোগ স্থাপন সম্ভব নয়, কারণ উক্ত ক্যাবলগুলোর মাধ্যমে আমাদের ওমানে ল্যান্ডিং রাইট নেই। তবে এসএমডব্লিউ-৬ সাবমেরিন ক্যাবল চালু হলে ওই সংযোগ সম্ভব হবে। এসএমডব্লিউ-৬ প্রকল্পটি এই সপ্তাহেই একনেক সভায় অনুমোদিত হয়েছে এবং প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। আগামী ২০২৬ সালের অক্টোবর নাগাদ ওমানের সঙ্গে সংযোগ স্থাপনের আশা করা যাচ্ছে।
ভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আপনাদের যে কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আইনসম্মত, নিউট্রালি, প্রফেশনালি করবেন।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সতর্ক করার পরও অনেক গণমাধ্যম পোর্টালে এখনো জুয়া ও অনিরাপদ কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেমসজিদ ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়ন বিষয়ে কর্মশালা করেছে বাংলাদেশ মসজিদ মিশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাটাবন সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা সভাপতিত্ব করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
১০ ঘণ্টা আগে