আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে উপদেষ্টা আলী ইমাম মজুমদার

গুজব রুখতে মূলধারার সংবাদমাধ্যমকে শক্তিশালী হতে হবে

সিলেট ব্যুরো

গুজব রুখতে মূলধারার সংবাদমাধ্যমকে শক্তিশালী হতে হবে

সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে মূলধারার সংবাদমাধ্যমকে আরও সোচ্চার ও কার্যকর হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত নব নির্বাচিত কমিটির (২০২৬-২০২৬) অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় 'আন-এডিটেড' বা অসম্পাদিত ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের কোনো জবাবদিহিতা থাকে না। তাই সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে মূলধারার সংবাদমাধ্যমগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মেও তাদের শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে হবে। মানুষ যাতে ব্রেকিং নিউজ দেখে মূলধারার পোর্টালে গিয়ে তথ্যের সত্যতা যাচাই করতে পারে, সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে।

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ূন কবীর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ মোহসীন উদ্দিন, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি পাশা খন্দকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, ইকবাল সিদ্দিকী ও আহমেদ নূর, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নজির আহমদ, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধাান আব্দুল কাদের তাপাদার, স্বাগত বক্তব্যে রাখেন অভিষেক কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি ইকরামুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সাথে নিজের আত্মিক সম্পর্ক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে আলী ইমাম মজুমদার বলেন, সিলেটের সাথে তাঁর দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে। ২০০৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সিলেট প্রেস ক্লাবের ভূমিকার প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, সিলেটের তৎকালীন অচল অবস্থা নিরসনে প্রেস ক্লাব একটি 'ক্যাটালিস্ট' বা অনুঘটক হিসেবে কাজ করেছিল। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই আমি শত ব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠানে ছুটে এসেছি।

সাংবাদিকতার মান ও নৈতিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, অন্যান্য খাতের মতো সাংবাদিকতাতেও কিছুটা অধঃপতন লক্ষ্য করা যাচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পেশাদার সাংবাদিকরা তাদের দায়িত্বশীলতার মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠবেন। তিনি সাংবাদিকদের নিরপেক্ষ থেকে দেশ ও জনস্বার্থে কাজ করার পরামর্শ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...