আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯ টায় কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হয়েছিলেন।

নিহত হাসান মোল্লা (৫০) হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্ত্রীর বড় ভাই ও কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিকেল ৪ টার দিকে আমার ছোট বোনের স্বামী ও হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম বলেন, এখনো পর্যন্ত ভিকটিমের পরিবার থানায় মামলা করতে আসেনি। তারা মামলা করলে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

এলাকাবাসী জানায়, গত ২২ জানুয়ারি রাতে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ৫ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে তিন থেকে চার রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। হামলাকারীদের মুখ চাদর দিয়ে ঢাকা থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ বিকাল চারটায় তিনি মারা গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন