দেশের অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় তিন মাস বাড়িয়েছে অন্তর্বতী সরকার। ফলে ১৬ই ডিসেম্বরের মধ্যে যারা নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তারা চাইলে আগামী বছরের ১৫ই মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
তবে আগামী ১৬ই ডিসেম্বর থেকেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) শুরু হবে।
মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফোন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরোনো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি ডিজিটাল অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষা এবং একইসঙ্গে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে ঢোকা মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধ করার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
শুরুতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবির মুখে সেটি বাড়িয়ে ১৫ই মার্চ করা হয়।
এই সময়ের মধ্যে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা না হলে সেটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ