ইতালি ভিএফএসের প্রবেশ পথে অবস্থান নিয়েছে ভিসাপ্রত্যাশী অনশনকারীরা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২: ৫৯
আপডেট : ২৬ মে ২০২৫, ১৪: ১০

ইতালি ভিএফএস-এর সামনে সকাল থেকে অনশন শুরু করলেও বর্তমানে হাজারো ভিসাপ্রত্যাশী অনশনকারীরা এর প্রবেশ পথে অবস্থান নিয়েছেন। তারা জানান, সংকট নিরসনে আজকের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসলে তারা অনশন ভাঙবেন না।

বিজ্ঞাপন

এর আগে সোমবার সকাল থেকেই কয়েকশ ভুক্তভোগী গুলশান নাফী টাওয়ার ভিএফএস অফিসের সামনে জড়ো হতে শুরু করেন। ভিসা জটিলতা নিরসন ও পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে তারা এই অনশন কর্মসূচি পালন করছেন।

এদিকে, তাদের এই অনশন কর্মসূচিতে বাড়তি নিরাপত্তার জন্য নাফী টাওয়ারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, অনশনকারী ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য ভিএফএস গ্লোবালের ভেতরে অবস্থান করছেন। তারা এখনো বের হননি।

জানা যায়, ২০২৩-২৪ সাল পর্যন্ত ৪০-৫০ হাজার ভিসাপ্রত্যাশী ইতালি ভিএফএস গ্লোবালে আবেদন করে ফাইল জমা দিয়েছেন। বছরের পর বছর পার হলেও পাসপোর্ট কিংবা ফাইল ডেলিভারি না দেওয়ার কারণে এই অনশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বেলাল আহমদ নামে এক ভুক্তভোগী বলেন, ‘৫-৬ জন আবার ২০-২২ লাখ টাকা দিয়েও পারমিট কিনেছেন। এরপর ফাইল জমা এবং প্রসেসিংয়ের জন্য ১৬-২২ হাজার টাকা করে দিয়েছি। এর আগে ইতালি ভিএফএসকে দেড় লাখ টাকা দিয়েছি শিডিউল পাওয়ার জন্য। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না।’

মাসুদ নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘আমাদেরকে এমনভাবে কেন আটকে রাখা হচ্ছে? আমাদের হ্যাঁ বা না বলে দিন। কিন্তু আটকে রাখার মানে কি?’ তিনি আরো বলেন, ‘ফাইল জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে রেজাল্ট দেয়ার কথা থাকলেও বছর পর বছর তারা আটকে রাখছে।’

সম্রাট হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, ‘আমাদের ৬ সদস্যের প্রতিনিধি দলকে আলোচনার জন্য ভিতরে নেওয়া হয়েছে। আলোচনা যদি ফলপ্রসু হয়, তাহলে আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করবো। না হলে আমরা এখান থেকে সরবো না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত