আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১ ফেব্রুয়ারি ‘অমর একুশে প্রতীকী বইমেলা’

স্টাফ রিপোর্টার

১ ফেব্রুয়ারি ‘অমর একুশে প্রতীকী বইমেলা’
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি প্রাঙ্গণে ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘অমর একুশে প্রতীকী বইমেলা’।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আয়োজক সংগঠন একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।

বিজ্ঞাপন

পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে বইমেলা সংগ্রাম পরিষদের উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ১ ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী 'অমর একুশে প্রতীকী বইমেলা' অনুষ্ঠিত হতে যাচ্ছে। বইমেলার পাশাপাশি আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেলোয়ার হাসান বলেন, ভাষা আন্দোলনের চেতনা, সাহিত্য ও মুক্তচিন্তার ধারাকে সমুন্নত রাখতে এই প্রতীকী বইমেলার আয়োজন করা হচ্ছে। এটি একটি প্রতীকী আয়োজন, এর লক্ষ্য একুশের আত্মপরিচয় ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো। জ্ঞান ও মননশীল সমাজ গঠনের লক্ষ্যে অমর একুশে বইমেলা আয়োজনের অপরিহার্যতার উপলব্ধি তৈরির একটি সম্মিলিত প্রয়াস।

সংগঠনটি লেখক, প্রকাশক, পাঠক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষকে এই প্রতীকী বইমেলায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছে।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে অনুষ্ঠানটি সকাল ১০:৩০ মি. থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন