
তরুণ কবি এমদাদ হোসেনের নতুন বই ‘বেদনার দুর্দিনে তুমি আমার প্রার্থনা হও’
অমর একুশে বইমেলায় ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি এমদাদ হোসেনের নতুন কাব্যগ্রন্থ ‘বেদনার দুর্দিনে তুমি আমার প্রার্থনা হও’। ব্যক্তিগত প্রেমের আখ্যানকে ছাড়িয়ে লোকায়ত কণ্ঠে উচ্চারিত অস্তিত্ববাদী বেদনার এই বই ইতোমধ্যে পাঠকমহলে আলোচনার জন্ম দিয়েছে।


