মুজিব-হাসিনার গুণগান: চট্টগ্রামে মাঝপথে একুশের আবৃত্তি অনুষ্ঠান বন্ধ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪০
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৩

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি আবৃত্তি অনুষ্ঠানে পতিত স্বৈরচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কবিতা পাঠ করায় মাঝপথে বন্ধ করে দিয়েছে ছাত্র জনতা। কবিতার পাঠ নামে শেখ হাসিনা ও শেখ মুজিবের গুণগান করার অভিযোগ ছাত্র-জনতার।

শুক্রবার চট্টগ্রামের শহীদ মিনারে টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ, প্রগতিশীলতার আড়ালে সাংস্কৃতিক বা আবৃত্তি অনুষ্ঠানের এসব সেল শেখ হাসিনার পারপাস সার্ভ করছে। জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদও এসময় ছিলেন।

তিনি বলেন, কবিতার পাঠের আড়ালে তারা পতিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছিল। আমরা প্রথমে তাদের নিষেধ করেছি। পরে প্রতিবাদ জানিয়েছি। এরপর যে ছেলেটি কবিতা পড়ছিল, সে ক্ষমা চেয়েছে। আরিফ সাদিক নামে এক শিক্ষার্থী বলেন, ভারতের ‘র’ এর পরিচালিত এসব অনুষ্ঠান করে শেখ হাসিনাকে শক্তিশালী করছে তারা। এই পাঠ, সেই পাঠ।

অনেক সাংস্কৃতিক সংগঠন ভারতের গোয়েন্দা সংস্থা পরিচালিত। গত ১৫ বছর দেশের ইসলামী সংস্কৃতি ও ভারতীয় আগ্রাসন বিরোধীদের বিরুদ্ধে এসব সেলকে ব্যবহার করেছে। আমরা এসব সেল ভেঙে দিবো।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, অনুষ্ঠানে শেখ হাসিনাও শেখ মুজিবের গুণগান করার অভিযোগ করা হয়। পরে পুলিশের একটি দল ওখানে গেছে। ততক্ষণে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত