সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৭: ২১

সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগে কাজ করা এবং এ খাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সম্মেলনকক্ষে জাতীয় সংলাপে এ তাগিদ দেন আলোচকরা। ‘সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ’শীর্ষক এ সংলাপের আয়োজন করে রোড সেফটি ফাউন্ডেশন।

সংলাপে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন বলেন, একটা কানেকশন তৈরি করে সড়ক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা দরকার। সড়ক নিরাপত্তার সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

এবারের বাজেটে সড়ক পরিবহন খাতের ১৩ শতাংশ সড়ক নিরাপত্তায় ব্যয় করার প্রস্তাব করা হবে বলে জানান মইনউদ্দিন।

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কোম্পানিভিত্তিক যানবাহন পরিচালনার তাগিদ দিয়ে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, এটি ছাড়া শৃঙ্খলা কখনোই আসবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সড়ক নিরাপত্তায় বিজ্ঞানভিত্তিক সড়ক পরিকল্পনা হয়েছে কি না- সেটি দেখতে হবে সবার আগে।

ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান বলেন, রাজধানীর সব প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এক্ষেত্রে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, প্রয়োজনীয় বাজেট বাড়াতে হবে, লুটপাট বন্ধ করতে হবে, গণপরিবহনে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, গণপরিবহন জনবান্ধব করতে হবে।

রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ আই মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংলাপে আরো বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, রোড সেফটি ফাউন্ডেশনের কামরান উল বাসেত, হাসিনা বেগম ও সৈয়দ জাহাঙ্গীর, বিআরটিএর সাবেক বোর্ড সদস্য আবদুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী শাহীন সরকার, ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ নাজমুল হোসাইন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান প্রমুখ।

বিষয়:

বিআরটিএ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত