বাহরাইনের তিন মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩: ৪৭
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১২: ৪০

বাহরাই‌নের স্বরাষ্ট্র, শ্রম ও আইন এবং বিচার ও ধর্ম মন্ত্রীর স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গত ‌সোমবার বাহরাইনের মন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠ‌কের তথ্য বুধবার (৮ অক্টোবর) দিবাগত রা‌তে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ফেসবু‌কে এক পো‌স্টে জা‌নি‌য়ে‌ছেন আসিফ নজরুল।

বিজ্ঞাপন

আসিফ নজরুল লেখেন, বাংলাদেশ-বাহরাইন ফলপ্রসূ আলোচনা

গতকাল ০৭ অক্টোবর ২০২৫ তারিখ বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এর সাথে বাহরাইনের মন্ত্রীর সাথে তিনটি দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন। এরা হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা।

ড. আসিফ নজরুল তার আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোকপাত করেন। তিনি বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেয়ার জন্য আহ্বান জানান। বিশেষত: বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি এক্সপার্ট, মেডিক্যাল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি নিয়োগের জন্য প্রস্তাব রাখেন। পাশাপাশি অতিদ্রুত ফ্যামিলি ভিসা চালু করার অনুরোধ জানান। এছাড়া, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মতামত ব্যক্ত করেন।

বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীগণ উপদেষ্টাকে বাহরাইনে সফরের জন্য ধন্যবাদ জানান। তারা প্রস্তাবিত বিভিন্ন দিকগুলো গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন এবং বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে আলোচনাপূর্বক দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

উভয় বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ও বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত