প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২১: ১১
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২১: ২১

প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হলো আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দ-উৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই। এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবো।

ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ ও নির্বাচন অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত