আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ঢাবি সংবাদদাতা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত মুসল্লিসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাত শেষ হয় ৭টা ৪২ মিনিটে। এসময় তিনি দেশের জনগণের জন্য দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল মালেক। উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ ঈদুল আজহা নামাজ আদায় করেন।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজের ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...