প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলের বগি রিজার্ভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৬: ৫৬
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৯: ৩৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনে একটি বগি রিজার্ভ রাখা হয়েছে। পুলিশ সদরদপ্তর ও মেট্রোরেল কর্তৃপক্ষ ‍পৃথক বার্তায় এ তথ্য জানিয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সদরদপ্তর জানায়, মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের পরিবহনের সুবিধার্থে মেট্রো ট্রেনের সামনের দিক থেকে দ্বিতীয় কোচটি ব্যবহার করার জন্য নির্দিষ্ট রাখা হয়েছে। মেট্রোরেলের ডিপোর ভিতর দিয়ে আহতদের বহনকারী অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত