১ জুলাই থেকে বন্ধ হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৭: ৩২
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলমান হজ অপারেশনস, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব যাত্রীরা ১ জুলাই পরবর্তী ফ্লাইটসমূহের ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট ক্রয় করেছেন, তাঁরা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে বিমান প্রথম ফ্লাইট শুরু করে। এরপর ২০০৬ সালে বন্ধ হলেও ২০২৩ সালের ১ সেপ্টেম্বর আবারো চালু হয়। এর আগে বিমান ১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করলেও তা কিছু দিন পর বন্ধ হয়ে যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত