প্রাথমিক প্রতিবেদন

বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯: ৪৭
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১: ৩০

সচিবালয়ে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড. মাকসুদ হেলালী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে বিষয়টি দেখার চেষ্টা করেছি। বিভিন্ন সংস্থার সহায়তায় আমরা একটি রিপোর্ট তৈরি করেছি। এটিকে আরও সমৃদ্ধ করার জন্য কিছু আলামত বিদেশে পাঠাবো। তাতে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি, আগুনের ঘটনা বিদ্যুতের স্পার্ক থেকে। ঘটনার আগের ও পরের সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা হয়েছে।’

এর আগে সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে তদন্ত কমিটির প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত