আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা
ঢাবি সংবাদদাতা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ হবে। ৯০ হাজারের বেশি পদের বিপরীতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের মোট শূন্যপদের সংখ্যা এক লাখ এক হাজারের মতো। তবে অনেক প্রতিষ্ঠানের প্রধান নন-এমপিও এবং অতিরিক্ত চাহিদা দিয়েছেন। এগুলো বাদ দেওয়া হয়েছে। সে হিসাবে ৯০ হাজারের বেশি পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও আবেদন করতে পারবেন না।
এ বিষয়ে এনটিআরসিএর সচিব এএমএম রিজওয়ানুল হক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের।
এদিকে সম্প্রতি প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণরা পাসের দাবিতে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা ফল পুনর্মূল্যায়নের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী ফল পুনঃনিরীক্ষণের সুযোগ নেই। আমরা তাদের স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়ে দিয়েছি।
গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ হবে। ৯০ হাজারের বেশি পদের বিপরীতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের মোট শূন্যপদের সংখ্যা এক লাখ এক হাজারের মতো। তবে অনেক প্রতিষ্ঠানের প্রধান নন-এমপিও এবং অতিরিক্ত চাহিদা দিয়েছেন। এগুলো বাদ দেওয়া হয়েছে। সে হিসাবে ৯০ হাজারের বেশি পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও আবেদন করতে পারবেন না।
এ বিষয়ে এনটিআরসিএর সচিব এএমএম রিজওয়ানুল হক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের।
এদিকে সম্প্রতি প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণরা পাসের দাবিতে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা ফল পুনর্মূল্যায়নের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী ফল পুনঃনিরীক্ষণের সুযোগ নেই। আমরা তাদের স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়ে দিয়েছি।
গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী।
অন্তর্বর্তীকালীন সরকার বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তিনটি কনভেনশন অনুসমর্থন
১ ঘণ্টা আগেভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে