বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৩: ৫৬
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৪: ০০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর বিপরীত পাশে তার বাসার সামনের সড়কে অবস্থান নেন তারা। জুলাই আন্দোলন নিয়ে চরম ধৃষ্টতামূলক বক্তব্যের প্রেক্ষিতে দ্রুত ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানায় ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার অবস্থানের খবর পেয়ে পাশেই শিল্পকলা একাডেমির ভেতরে ক্যাম্পে অবস্থান করা সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ছাত্র-জনতা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান বিপ্লবীদেরকে ‘রাজাকারের বাচ্চা’, ‘কালো শক্তি’ বলে বিরূপ মন্তব্য করেছেন। তিনি এও বলেছেন আমরা ২৪ এ অভিনয় করেছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেপ্তার করার অভিনয়টা করা হবে।

Fazlur-2

তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি। কিন্তু আমাদের কাছে মনে হয় অন্তর্বর্তী সরকার সুশীল আন্দোলন এবং প্যাসিভ আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না। আজকে যেমন তার বাসার সামনে এসে চোখে চোখে রেখে কথা বলতেছি। এরপর থেকে যে কেউই ২৪ এর আন্দোলনকে যারা খাটো করতে চাইবে তাদের সঙ্গে সামনাসামনি হবে। আমরা এই বিপ্লবী জনতা চোখের সামনে চোখ রেখে কথা বলবো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম আমার দেশকে জানান, ফজলুর রহমানের সেগুনবাগিচার বাসার সামনে অবস্থান নিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানায় ছাত্র-জনতা। সেখানে আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তার একপাশে সরিয়ে দেই। বর্তমানে ওই সড়কে যান চলাচল অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত