ডেডলাইন ১৫ জানুয়ারি: জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি
ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৪

সরকারকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার মার্চ ফর ইউনিটি কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এই দাবি জানান।
এসময় তিনি বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে। এজন্য দেশের প্রতিটি জেলায় জেলায়, মহল্লায় মহল্লায় আপনারা মানুষের কাছে যাবেন, তারা কী বরতে চায় তা শুনতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com