আমার দেশ অনলাইন
গত বছরের জুলাই মাস; আন্দোলনে উত্তাল ঢাকা। ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে পালিত হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। ১৭ জুলাই রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের অনলাইন সমন্বয়কারীরা। এর আগে ১৬ জুলাই রাত থেকে ১৭ই জুলাই দিন পর্যন্ত তাদের সঙ্গে কী ঘটেছিল তার এক লমহর্ষক বর্ণনা তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেন উপদেষ্টা মাহফুজ।
পোস্টে তিনি লেখেন, ‘১৬ই জুলাই রাতে বারবার বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমিসহ ছাত্রনেতাদের সাথে আলোচনা করে রাজপথ থেকে সরে আসতে বলে। কিন্তু, সে চেষ্টা বিফল হয়।’
তিনি লেখেন, ‘আবরার ফাহাদের শাহাদাতের পর থেকে গায়েবানা জানাজা কর্মসূচি ছিল আমাদের জন্য মাঠে থাকা এবং প্রতিরোধ গড়ে তোলার উপায়। সে হিসাবে ১৭ ই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দেয়া হয়।’
মাহফুজ বলেন, বাসা থেকে আসাদসহ ক্যাম্পাসে যখন আসি, ‘তখন তিন-চারশ ছাত্র ছিল ভিসিতে। জানাজার প্রস্তুতি চলে, পূর্বেকার পরামর্শমতে কফিন ও পতাকা নিয়ে আসে শিবির এবং আখতার গ্রেফতার হয়ে যাওয়ায় তারেক রেজা ইমামতি করে।’
মাহফুজ আরও বলেন, বাকের স্লোগান ধরেছিল, ‘বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। এত কম সংখ্যক ছাত্র দিয়ে এখানে প্রোগ্রাম শেষ করা যাবে কিনা ভাবসিলাম। তখন পলাশী- ফুলাররোড হয়ে একটা বড় মিছিল ঢুকলো। শিবির আর বিভিন্ন দলের ছাত্ররা ছিল ঐ মিছিলে। ঐ মিছিল আসার পর জানাজা শুরু হল।’
উপদেষ্টা লেখেন, ‘জানাজা শেষে কফিন মিছিল নিয়ে রাজুভাস্কর্যে যাবার সময় সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেলের আক্রমণে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে কলাভবন, মল চত্বরের দিকে চলে আসল। সবাই পেস্ট খুজতেসে, আগুন জ্বালাইতেসে। মল চত্বর থেকে পুলিশের বিরুদ্ধে ছাত্ররা কিছুক্ষণ চেষ্টা করলেও পিছু হটতে হল।’
তিনি লেখেন, ‘পুলিশ টিয়ারশেল ছুড়তে ছুড়তে সূর্যসেনের সামনের সড়কে চলে আসার পর আমরা জসিমুদ্দিন হল, হার্টগ হলের কর্মচারীদের বাসাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিলাম। মুজিব হলের দিক থেকে শাহবাগে অবস্থান করা ছাত্রলীগ যেকোন সময় আক্রমণ চালাতে পারে, এ শঙ্কাও ছিল। আমাদের ইচ্ছা ছিল, হলপাড়ায় থেকে শেষ চেষ্টা করব। কিন্তু, পুলিশ-বিজিবি আক্রমণাত্মক হয়ে উঠলে ক্যজুয়ালিটি এড়াতে প্রশাসন ছাত্রদের সেইফ এক্সিট দেয়। ছাত্ররা প্রথমে অস্বীকৃতি জানালেও শেষমেষ বাধ্য হয়।’
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘নাহিদ- আসিফের সাথে মলচত্বরে কথা হচ্ছিল, পরের দিন কি প্রোগ্রাম দেয়া যায়। আসিফ কমপ্লিট শাটডাউন কর্মসূচির কথা বলে। মহসিন হলের সামনে দিয়ে আমরা বেরুচ্ছিলাম, তখন নাহিদকে বলে আসি তোমরা সরকারের কোন পক্ষের সাথে মিটিং এর আগেই কর্মসূচি ঘোষণা করে দিও। নইলে পরে আর ঘোষণা করার সুযোগ থাকবেনা। পরের দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়।’
স্মৃতিচারণ করে মাহফুজ আলম লেখেন, ‘বের হওয়ার সময় নীলক্ষেত মোড়ে টিএসসি সার্কেলের অনেকের সাথে দেখা হয়। অনেকেই সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার শেষ চেষ্টা হয়। আমি, আসাদ, যাহেদসহ আমার কাটাবনের বাসার দিকে রওনা হই। মেইন রোড দিয়ে তখন ছাত্রলীগ ঢুকছিল আর যাকে সন্দেহ করছিল, তাকেই মারধর করছিল। আমরা প্রামারি স্কুলের পাশের গলি ধরে কাটাবন ঢালে নেমে গিয়ে আরেকটা গলি ধরে বাসায় পৌঁছাই। সন্ধ্যা নামার অপেক্ষা করি। সন্ধ্যা নামলে ওদের দুজনকে রিকশা সিএঞ্জিতে তুলে দিয়ে বাসায় ফিরি।’
গত বছরের জুলাই মাস; আন্দোলনে উত্তাল ঢাকা। ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে পালিত হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। ১৭ জুলাই রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের অনলাইন সমন্বয়কারীরা। এর আগে ১৬ জুলাই রাত থেকে ১৭ই জুলাই দিন পর্যন্ত তাদের সঙ্গে কী ঘটেছিল তার এক লমহর্ষক বর্ণনা তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেন উপদেষ্টা মাহফুজ।
পোস্টে তিনি লেখেন, ‘১৬ই জুলাই রাতে বারবার বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমিসহ ছাত্রনেতাদের সাথে আলোচনা করে রাজপথ থেকে সরে আসতে বলে। কিন্তু, সে চেষ্টা বিফল হয়।’
তিনি লেখেন, ‘আবরার ফাহাদের শাহাদাতের পর থেকে গায়েবানা জানাজা কর্মসূচি ছিল আমাদের জন্য মাঠে থাকা এবং প্রতিরোধ গড়ে তোলার উপায়। সে হিসাবে ১৭ ই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দেয়া হয়।’
মাহফুজ বলেন, বাসা থেকে আসাদসহ ক্যাম্পাসে যখন আসি, ‘তখন তিন-চারশ ছাত্র ছিল ভিসিতে। জানাজার প্রস্তুতি চলে, পূর্বেকার পরামর্শমতে কফিন ও পতাকা নিয়ে আসে শিবির এবং আখতার গ্রেফতার হয়ে যাওয়ায় তারেক রেজা ইমামতি করে।’
মাহফুজ আরও বলেন, বাকের স্লোগান ধরেছিল, ‘বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। এত কম সংখ্যক ছাত্র দিয়ে এখানে প্রোগ্রাম শেষ করা যাবে কিনা ভাবসিলাম। তখন পলাশী- ফুলাররোড হয়ে একটা বড় মিছিল ঢুকলো। শিবির আর বিভিন্ন দলের ছাত্ররা ছিল ঐ মিছিলে। ঐ মিছিল আসার পর জানাজা শুরু হল।’
উপদেষ্টা লেখেন, ‘জানাজা শেষে কফিন মিছিল নিয়ে রাজুভাস্কর্যে যাবার সময় সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেলের আক্রমণে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে কলাভবন, মল চত্বরের দিকে চলে আসল। সবাই পেস্ট খুজতেসে, আগুন জ্বালাইতেসে। মল চত্বর থেকে পুলিশের বিরুদ্ধে ছাত্ররা কিছুক্ষণ চেষ্টা করলেও পিছু হটতে হল।’
তিনি লেখেন, ‘পুলিশ টিয়ারশেল ছুড়তে ছুড়তে সূর্যসেনের সামনের সড়কে চলে আসার পর আমরা জসিমুদ্দিন হল, হার্টগ হলের কর্মচারীদের বাসাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিলাম। মুজিব হলের দিক থেকে শাহবাগে অবস্থান করা ছাত্রলীগ যেকোন সময় আক্রমণ চালাতে পারে, এ শঙ্কাও ছিল। আমাদের ইচ্ছা ছিল, হলপাড়ায় থেকে শেষ চেষ্টা করব। কিন্তু, পুলিশ-বিজিবি আক্রমণাত্মক হয়ে উঠলে ক্যজুয়ালিটি এড়াতে প্রশাসন ছাত্রদের সেইফ এক্সিট দেয়। ছাত্ররা প্রথমে অস্বীকৃতি জানালেও শেষমেষ বাধ্য হয়।’
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘নাহিদ- আসিফের সাথে মলচত্বরে কথা হচ্ছিল, পরের দিন কি প্রোগ্রাম দেয়া যায়। আসিফ কমপ্লিট শাটডাউন কর্মসূচির কথা বলে। মহসিন হলের সামনে দিয়ে আমরা বেরুচ্ছিলাম, তখন নাহিদকে বলে আসি তোমরা সরকারের কোন পক্ষের সাথে মিটিং এর আগেই কর্মসূচি ঘোষণা করে দিও। নইলে পরে আর ঘোষণা করার সুযোগ থাকবেনা। পরের দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়।’
স্মৃতিচারণ করে মাহফুজ আলম লেখেন, ‘বের হওয়ার সময় নীলক্ষেত মোড়ে টিএসসি সার্কেলের অনেকের সাথে দেখা হয়। অনেকেই সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার শেষ চেষ্টা হয়। আমি, আসাদ, যাহেদসহ আমার কাটাবনের বাসার দিকে রওনা হই। মেইন রোড দিয়ে তখন ছাত্রলীগ ঢুকছিল আর যাকে সন্দেহ করছিল, তাকেই মারধর করছিল। আমরা প্রামারি স্কুলের পাশের গলি ধরে কাটাবন ঢালে নেমে গিয়ে আরেকটা গলি ধরে বাসায় পৌঁছাই। সন্ধ্যা নামার অপেক্ষা করি। সন্ধ্যা নামলে ওদের দুজনকে রিকশা সিএঞ্জিতে তুলে দিয়ে বাসায় ফিরি।’
আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২ ঘণ্টা আগে