জবাবদিহিতা ছাড়া যেকোনো উন্নয়ন ক্ষণস্থায়ী: ড. ইউনূস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১০

জবাবদিহি ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টা ২৩ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের বাংলায় ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন। বিগত দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে, জবাবদিহি ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর। রাজনৈতিক হীনস্বার্থ ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত অবকাঠামো প্রকল্প শুধু যে অর্থনীতির ওপরই চাপ বাড়ায় তা নয়, জনগণের কোনো কল্যাণও করে না।

বিজ্ঞাপন

ড. ইউনূস বলেন, দেশের পাচার হওয়া শত শত কোটি ডলারের অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আমরা নিরলস এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হব না। যেসব দেশ ও প্রতিষ্ঠান এ পাচার করা সম্পদ গচ্ছিত রাখার সুযোগ দিচ্ছে, তারা যেন এই অপরাধের শরিক না হয়—সেই আহ্বান জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত