কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার ফ্লাইটসূচি পরিবর্তন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২: ১৬
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৫: ২২

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে পরিচালিত কিছু ফ্লাইটে সময়সূচির পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ করে, শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে যাতায়াতকারী নিম্নোক্ত ফ্লাইটসমূহ নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি—

শারজাহগামী: এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি। দুবাইগামী: এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি। কুয়েতগামী: জাজিরা এয়ারওয়েজের ২টি। দোহাগামী: কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি

উল্লিখিত ফ্লাইটসমূহ পর্যায়ক্রমে পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রা শুরু করেছে। যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটসমূহ যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে। যাত্রীসাধারণের অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে এবং সকলকে সর্বশেষ তথ্য জানার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত