শ্রম আইন সংশোধনসহ ৭ দাবি জানিয়েছে স্কপ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩৩

আইএলও কনভেনশন ও শ্রম সংস্কার কমিশনের আলোকে শ্রম আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি, স্থায়ী মজুরি কমিশন গঠন এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বিজ্ঞাপন

মঙ্গলবার সংগঠনটির চার সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তরে স্মারকলিপি জমা দেন।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এসময় বক্তারা বলেন, দেশের ৭ কোটি ৬০ লক্ষ শ্রমজীবী মানুষের শ্রমই অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভিত্তি অথচ তারাই চরম বৈষম্যের শিকার। এই সরকার বিদ্যমান বৈষম্যকে দূর করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, অথচ শ্রমিকদের ন্যায্য দাবিসমূহ মেনে নিতে শ্রম সংস্কার কমিশন গঠন ছাড়া সরকারের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নেই। শ্রম সংস্কার কমিশন সরকারের কাছে ৪ মাস পূর্বে তাদের সুপারিশ দাখিল করেছ, কিন্তু এখনো সেই সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেনি সরকার।

তারা আরো বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া বৈষম্য বিলোপের চিন্তা বাতুলতা মাত্র। তাই, সরকারের মৌলিক প্রতিশ্রুতি পূরণের জন্যই তাদের জীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত স্কপের ৭ দফা সরকারকে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

স্কপের যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদারের সভাপতিত্বে ও আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, সাইফুজ্জামান বাদশা, শামীম আরা, নূর মোহাম্মদ আকন্দ প্রমুখ।

স্কপের দাবিসমূহ হলো-আইনি সুরক্ষা দিয়ে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, স্থায়ী মজুরি কমিশন গঠন, গণতান্ত্রিক শ্রম আইনসহ ক্ষপের ৯ দফা বাস্তবায়ন; বন্দর ও করিডোর বিদেশিদের দেওয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে; স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধ করে আউট সোর্সিং ও দৈনিক মজুরি-ভিত্তিক কর্মরত শ্রমিকদের চাকুরি স্থায়ী করতে হবে; বন্ধ সব কারখানা চালু করতে হবে; শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ, বকেয়া মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের হয়রানি বন্ধ করে বকেয়া মজুরি পরিশোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে; কর্মক্ষেত্রে নিহত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আইএলও কনভেনশন ১২১ -এর আলোকে নির্ধারণ করতে হবে; শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত