রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার বেলা ৩টায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়। সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউসহ পুরো এলাকাজুড়ে জানাজায় অংশ নেয় সাধারণ মানুষ।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের লাখ লাখ মানুষ অংশ নেয়।
দাফনের জন্য খালেদা জিয়ার লাশ কবরে নামানো হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার পর তার লাশ কবরে নামানো হয়।
এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে। আশপাশের সড়কে তিল ধারণের জায়গা ছিল না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

