স্বাগত ২০২৫

নতুন বছর নতুন আশা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৬: ৫৭

স্বাগত ২০২৫। বিদায় ২০২৪।

নতুন আশা ও সম্ভাবনা নিয়ে আজকের সূর্যোদয়। শুরু হলো নতুন ইংরেজি বছর। ১ জানুয়ারি বছরের প্রথম দিন। নতুন বছরে বাংলাদেশের মানুষ নতুন আশায় বুক বেঁধেছে। তাদের স্বপ্ন সুন্দর একটি বাংলাদেশ। মানুষ আশা করে সংস্কারের মাধ্যমে রাষ্ট্র মেরামত হবে এবং গণতন্ত্রায়ন ও সুশাসনের পথে দেশ চলবে। তারা চায় দেশ স্বাভাবিক নিয়মে চলবে। ভালো নির্বাচন হবে এবং গণতান্ত্রিকভাবে সরকার বদল হবে। আর অধিকারহারা হবে না মানুষ। দেশে ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে। বৈষম্যহীন নতুন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়িত হোক নতুন বছরে।

বিজ্ঞাপন

বিদায়ী ২০২৪ সাল বাংলাদেশকে এক অভূতপূর্ব বিপ্লব উপহার দিয়ে গেছে। ছাত্র-জনতার এই অভাবনীয় গণবিপ্লবে দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পতন হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। ২০২৪ বাংলাদেশকে বিশ্বে বর্ষসেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দ্য ইকোনমিস্টের তালিকায় ’২৪-এর বর্ষসেরা দেশ বাংলাদেশ। নতুন প্রজন্ম এক দানবের কবল থেকে দেশকে মুক্ত করেছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াই ও আত্মত্যাগের মাধ্যমে সমকালীন বিশ্বের বিরল এক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচার ও আধিপত্যবাদী আগ্রাসন থেকে মুক্ত হয়েছে। জনতার এই অভ্যুত্থান গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে।

বিপ্লব-উত্তর বাংলাদেশে নোবেলজয়ী বিশ্বনন্দিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। হাসিনার সহযোগী লুটেরা মন্ত্রী-নেতাদের গ্রেপ্তার ও বিচার শুরু হয়েছে। গণহত্যার দায়ে হাসিনাসহ অন্যদের বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

কালের পরিক্রমায় বছর যায়, বছর আসে। কিন্তু কোনো কোনো বছর ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে থাকে। বাঁক বদলে আলোকিত ও আলোচিত হয়। জগৎজুড়ে অধিকাংশ কর্মকাণ্ডই চলে ইংরেজি সাল গণনায়। তাই খ্রিষ্টীয় বছর জীবনে অনেক গুরুত্ববহ। সমকালীন ইতিহাসের যে কোনো বছরের তুলনায় সদ্যবিদায়ী বছরটি বাংলাদেশের জন্য গুরুত্ববহ। বাংলাদেশের ইতিহাসে বিদায়ী বছরটি বহুকাল ধরে আলোচিত হবে। সাধারণ উত্থান-পতনের ঘটনা তো ছিলই, সেই সঙ্গে স্বৈরশাসকের করুণ পরিণতিও স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

৩৬ দিনের আন্দোলনে ছাত্র-জনতা রাজপথে যে ইতিহাস লিখেছে, তা বিশ্বের ইতিহাসেই বিরল। তবে এই ইতিহাস লিখতে গিয়ে প্রায় ২ হাজার ছাত্র-জনতাকে শহীদ হতে হয়েছেন। ২০ হাজারের বেশি আহত হয়েছেন। কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়ে হয়েছেন পঙ্গু। জীবনকে তুচ্ছ করে লড়াই করা আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা। ‘শেখ হাসিনা পালায় না’ বলে আস্ফালন করার কদিনের মধ্যেই ৪৫ মিনিটের আলটিমেটামে স্যুটকেস গুছিয়ে পালাতে হয় তাকে। গত ১৫ বছর ধরে মানুষের ভোট দিতে না পারা, বিরোধী মত দমনে হত্যা, গুম আর নির্বিচার মামলায় জেলে পুরে রাখার সব ক্ষোভ যেন উথলে ওঠে ছাত্র-জনতার জীবনবাজির আন্দোলনে।

বিদায়ী বছরটি রক্তস্নাত অধ্যায়কে পেছনে ফেলে সম্মুখপানে এগিয়ে যাওয়ার দৃপ্ত শপথে মানুষ স্বাগত জানাতে চায় আলোকিত ভবিষ্যৎকে। ব্যর্থতাকে পায়ে দলে নতুন বছরে নতুনভাবে পথচলার ভাবনা মুক্তিপাগল মানুষের। নতুন বছরে, নতুন করে আশায় বুক বাঁধবে বাংলাদেশ। শান্তি, স্বস্তি, কল্যাণ ও সমৃদ্ধির প্রত্যাশা থাকবে অবিরত।

১৪ জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ‘রাজাকারের বাচ্চা’ শীর্ষক আক্রমণাত্মক বক্তব্যের জেরে চলমান কোটাবিরোধী আন্দোলন অনেকটা আকস্মিকই তীব্র হয়। এরপর ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’, ‘কে বলেছে, কে বলেছে- স্বৈরাচার, স্বৈরাচার’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস। উত্তাল হয়ে ওঠে পুরো দেশ।

বছরজুড়ে নানা ঘটনা ঘটে। ২০২৪-এর শুরুতে ১ জানুয়ারি শেখ হাসিনা সরকার নিয়ন্ত্রিত আদালতে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। শেখ হাসিনার তাঁবেদার নির্বাচন কমিশনের মাধ্যমে ৭ জানুয়ারি দেশে বিরোধী দলবিহীন একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডামি নির্বাচন নামে এই প্রহসন চিহ্নিত হয়।

ঢাকায় বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২৯ ফেব্রুয়ারি। গ্রিন কোজি নামের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন মৃত্যুবরণ করেন। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল।

গণঅভ্যুত্থানের দুদিন পর ৭ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হন। ৮ আগস্ট সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে বিপ্লব-উত্তর সরকার শপথ গ্রহণ করে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই আগস্টের শেষদিকে দেশের পূর্ব ও উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার দুর্যোগ নেমে আসে। ফেনীসহ ১২ জেলা বন্যায় ডুবে যায়।

২১ আগস্ট সরকার শ্বেতপত্র তৈরিতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি গঠনের ঘোষণা দেয়। গত ১ ডিসেম্বর কমিটি প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র জমা দিয়েছে। শ্বেতপত্রে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৮ উপায়ে দুর্নীতির মাধ্যমে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচারের তথ্য তুলে ধরা হয়েছে।

এ ছাড়া বিদায়ী বছরেই টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ’২৪-এর বিপ্লবের অন্যতম নায়ক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্ভুক্ত হন। পুলিশের সাবেক আইজি বেনজীরের পুকুর চুরি শীর্ষক দুর্নীতি প্রকাশ, এনবিআর কর্মকর্তা মতিউরের ছাগলকাণ্ড, শেখ হাসিনার মুখে তার পিয়নের ৪০০ কোটি টাকার মালিক হওয়ার খবর আলোচিত হয়। খেলার অঙ্গনে ভারতকে হারিয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া শিরোপা জয় ছিল উল্লেখযোগ্য ঘটনা।

বিষয়:

নতুন বছর
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত