আ’ম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ২১: ০২

ঢাকার সন্নিকটে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পূর্বতীরে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন স্বাগতিক বাংলাদেশের তাবলিগ জামাতের র্শীষ মুরুব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

বিজ্ঞাপন

বাদ মাগরিবের বয়ানকে কেউ কেউ আ’ম বয়ান বললেও প্রকৃতপক্ষে এটি সমবেত মুসল্লিদের উদ্দেশে তালিমী বয়ান। আ’ম (সার্বিক) বয়ান শুরু হবে শুক্রবার বাদ ফজর।

শুক্রবার বাদ ফজর আ’ম বয়ান করবেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।

ইজতেমাকে কেন্দ্র করে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অংশ নিয়ে বয়ান, তালিম, কারগুজারি, তাশকিল, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।

লাখো মুসল্লির পদচারণায় টঙ্গী এখন ইবাদতের নগরীতে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় শুধু টুপি-পাঞ্জাবি পড়া মুসল্লির দেখা মেলে।

এব্যাপারে বিশ্ব ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় ময়দানে এসে অবস্থান নিয়েছেন। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত