আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০২: ০৯
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২: ১৭

সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে এ কর্মসূচির ঘোষণা দিয়ে সেখান থেকে চলে যান তারা। এরপর শাহবাগে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি শাহবাগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে এ বিষয়ে আজ তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। কিন্তু শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হননি।

বিজ্ঞাপন

পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে সাংবাদ সম্মেলন করা হয়। সেখানে শুরুতে প্রকৌশলী অধিকার আন্দোলনের এম ওয়ালীউল্লাহ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে তিন দফা দাবি নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হবে। জনদুর্ভোগ চিন্তা করে আমরা মাঠের কর্মসূচিতে যাচ্ছি না।

জুবায়ের আহমেদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। বৃহস্পতিবার সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হবে না।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হচ্ছে- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে "প্রকৌশলী" উপাধি ব্যবহার বন্ধ করা, তাদের নবম গ্রেডে পদোন্নতি রোধ করা এবং দশম গ্রেডের প্রবেশপদ কেবলমাত্র স্নাতক প্রকৌশলীদের জন্য সংরক্ষণ করা। বুয়েট শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে নিয়ে টানা দুদিন শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেন।

গতকাল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী। এ সময় তাদের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা হয়। এতে চার শিক্ষার্থী আহত হন।

অন্যদিকে সাত দফা দাবিতে ডিপ্লোমা প্রকৌশল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেলে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় ২৩ শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য গতকাল উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। তবে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা ওই কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে সাত দফা দাবি জানিয়েছেন।

এদিকে সরকার গঠিত কমিটির সঙ্গে গতকাল সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টার পর রেলভবনে শুরু হওয়া বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ প্রতিনিধি অংশ নেন।

এর আগে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়ক বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সাংবাদিকসহ ছয়জন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আহত হয়ে এসেছেন। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর দুজন চিকিৎসাধীন আছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ। অন্যদিকে পুলিশ দাবি করেছে, প্রধান উপদেষ্টার সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে আন্দোলনকারীদের দূরে রাখার চেষ্টা করা হয়েছে।

পরে বিকেল ৩টায় ইন্টারকন্টিনেন্টালের সামনে ফের অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা নানা স্লোগান দেন। হামলাকারীদের বিচার ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লিপু সাংবাদিকদের জানান।

পরে সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে পাঁচ দফা দাবি উত্থাপন করা সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ওই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। তিনি বলেন, ‘প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় আমরা সেটি প্রত্যাখ্যান করলাম।’

জুবায়ের আহমেদ আরও বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি সংস্কার করতে হবে। পেশ করা তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে।

এদিকে রাতে ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বুয়েটের ভিসি ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময়ে তিনি প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি ব্লকেড তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীদের

‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে’ বিএসসি প্রকৌশলের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ষড়যন্ত্র অভিহিত করে এর প্রতিবাদসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। তবে এ কর্মসূচি ঘিরে রাজধানীর কাকরাইলে পুলিশ অবস্থানকারীদের ওপর লাঠিচার্জ করে ২৩ জনকে আটক করে।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ২৩ ডিপ্লোমা প্রকৌশলীকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী আখেরুজ্জামান বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এ মুহূর্তে আমাদের আর কোনো কর্মসূচি নেই।’ আন্দোলনকারীদের আটকের বিষয়ে তিনি বলেন, পুলিশের সঙ্গে আমাদের কথা চলছে। আমরা আশাবাদী আমাদের সব নেতাকর্মী ও শিক্ষার্থীকে দ্রুতই ছেড়ে দেওয়া হবে।

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষায় কমিটি

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে গতকাল কমিটি গঠন করেছে সরকার। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেনÑউপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী কবির হোসেন, প্রকৌশলী তানভির মঞ্জুর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

হাসপাতালে ৮ পুলিশ, দুজন আশঙ্কাজনক : ডিএমপি

এদিকে বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখী পদযাত্রা ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ডিএমপি। সংস্থাটির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকেও সমাধান আসেনি

কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। এ কারণে আজ বৃহস্পতিবার আবারও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন সরকারের প্রতিনিধিরা।

গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ রাজধানীর রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার এ বৈঠক হয়। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে কোনো সমাধান হয়নি। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির জানান, সমস্যা সমাধানে সাত সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে মিটিংয়ে তাদের পাঁচজন অনুপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার পুরো কমিটি আবার বৈঠকে বসবেন জানিয়ে উপদেষ্টা বলেন, উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে।

কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত মন্তব্য করে ফাওজুল কবির বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে ক্ষমা চাইবে পুলিশের প্রতিনিধি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত