গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
স্টাফ রিপোর্টার
জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন এ প্রশাসনের মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও বিভাগের বেশকিছু কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। আছে উল্লেখযোগ্য কিছু অর্জনও।
গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ বিধিমালা-নির্দেশিকা সংশোধন উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম। এর মাধ্যমে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের জন্য নির্ধারিত বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল এবং একই পরিবারের একাধিক সদস্যের প্লট ও ফ্ল্যাট পাওয়ার সুযোগ বাতিল করা হয়েছে। ফলে প্লট ও ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত রাজউকের মাধ্যমে প্লট-ফ্ল্যাট বা স্পেস বরাদ্দে অনিয়ম-দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি করে খতিয়ে দেখা শুরু করা হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দুদকের সাবেক কমিশনার, সাবেক সচিব, সাবেক জেলা জজ ও প্রভাবশালী সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে নিয়মবহির্ভূতভাবে ধানমন্ডি আবাসিক এলাকায় যে ১২টি বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ করেছিল, তা বাতিল করা হয়েছে।
‘জুলাই গণঅভ্যুখান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শেরেবাংলা নগরে সাবেক গণভবন কমপ্লেক্স এলাকার ১৭ দশমিক ৪৭ একর জমিসহ ভবন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে রেজিস্ট্রেশনের মাধ্যমে হস্তান্তর করেছে। গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধানে জাদুঘরের উন্নয়ন কার্যক্রমও চলছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারগুলোর স্থায়ী বাসস্থান নির্মাণের জন্য ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকার মিরপুর এলাকায় ৮২০টি এবং কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের জন্য এক হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ দুটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে রাজধানীর শাহাবাগে একটি এবং জেলাপর্যায়ে আটটিসহ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া অবশিষ্ট ৫৫টি জেলা শহরে স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম চলমান আছে।
ফ্যাসিবাদী সরকারের নেওয়া জনস্বার্থবিরোধী পাঁচটি প্রকল্প বাতিল করা হয়েছে। এতে সরকারের মোট ৪২৬ দশমিক ৩৭ কোটি টাকা সাশ্রয় হয়েছে। প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার জন্য গণপূর্ত অধিদপ্তরে ১৪ থেকে ২০ গ্রেডের ৪৯৪ এবং স্থাপত্য অধিদপ্তরে ৩৫ কর্মচারী নিয়োগ করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে অসদাচরণের অভিযোগে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী এবং সহকারী স্থপতি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া বহুল আলোচিত রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৫ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতদিন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রম স্থবির ছিল।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয়, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর, উত্তরা থানা ভবনসহ সারা দেশের বিভিন্ন সরকারি স্থাপনা সংস্কার ও মেরামত করে সংশ্লিষ্ট দপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন এ প্রশাসনের মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও বিভাগের বেশকিছু কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। আছে উল্লেখযোগ্য কিছু অর্জনও।
গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ বিধিমালা-নির্দেশিকা সংশোধন উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম। এর মাধ্যমে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের জন্য নির্ধারিত বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল এবং একই পরিবারের একাধিক সদস্যের প্লট ও ফ্ল্যাট পাওয়ার সুযোগ বাতিল করা হয়েছে। ফলে প্লট ও ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত রাজউকের মাধ্যমে প্লট-ফ্ল্যাট বা স্পেস বরাদ্দে অনিয়ম-দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি করে খতিয়ে দেখা শুরু করা হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দুদকের সাবেক কমিশনার, সাবেক সচিব, সাবেক জেলা জজ ও প্রভাবশালী সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে নিয়মবহির্ভূতভাবে ধানমন্ডি আবাসিক এলাকায় যে ১২টি বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ করেছিল, তা বাতিল করা হয়েছে।
‘জুলাই গণঅভ্যুখান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শেরেবাংলা নগরে সাবেক গণভবন কমপ্লেক্স এলাকার ১৭ দশমিক ৪৭ একর জমিসহ ভবন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে রেজিস্ট্রেশনের মাধ্যমে হস্তান্তর করেছে। গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধানে জাদুঘরের উন্নয়ন কার্যক্রমও চলছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারগুলোর স্থায়ী বাসস্থান নির্মাণের জন্য ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকার মিরপুর এলাকায় ৮২০টি এবং কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের জন্য এক হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ দুটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে রাজধানীর শাহাবাগে একটি এবং জেলাপর্যায়ে আটটিসহ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া অবশিষ্ট ৫৫টি জেলা শহরে স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম চলমান আছে।
ফ্যাসিবাদী সরকারের নেওয়া জনস্বার্থবিরোধী পাঁচটি প্রকল্প বাতিল করা হয়েছে। এতে সরকারের মোট ৪২৬ দশমিক ৩৭ কোটি টাকা সাশ্রয় হয়েছে। প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার জন্য গণপূর্ত অধিদপ্তরে ১৪ থেকে ২০ গ্রেডের ৪৯৪ এবং স্থাপত্য অধিদপ্তরে ৩৫ কর্মচারী নিয়োগ করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে অসদাচরণের অভিযোগে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী এবং সহকারী স্থপতি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া বহুল আলোচিত রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৫ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতদিন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রম স্থবির ছিল।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয়, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর, উত্তরা থানা ভবনসহ সারা দেশের বিভিন্ন সরকারি স্থাপনা সংস্কার ও মেরামত করে সংশ্লিষ্ট দপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪ মিনিট আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ মিনিট আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেতিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘণ্টা আগে