বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি
এবারের বাংলা নববর্ষ অন্তর্ভুক্তিমূলক উৎসবের মধ্য দিয়ে উদ্যাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা হতো। এটিকে পরবর্তীতে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম দেওয়া হয়। এবারের আয়োজন হবে সার্বজনীন। বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীকে নিয়ে একটি সার্বজনীন অন্তর্ভুক্তিমূলক উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এবার বাংলা নববর্ষ ভিন্ন মাত্রায় উদ্যাপন হবে- জানিয়ে উপদেষ্টা বলেন, এবার শুধু রাজধানীতে নয়, সারা দেশে বিশেষ আয়োজনে উদ্যাপিত হবে পহেলা বৈশাখ।
আগামী ১৩ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত চৈত্র সংক্রান্তি কনসার্টে মাইলস্, ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, ভাইকিংস্ ও স্টোন ফ্রি ব্যান্ডদল গান পরিবেশন করবে।
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতি থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, চৈত্রসংক্রান্তিতে বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনার পাশাপাশি বাউল–ফকিরদের অংশগ্রহণও থাকবে।
পহেলা বৈশাখের দিন সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউয়ে পহেলা বৈশাখ ও জুলাই বিপ্লব নিয়ে প্রদর্শিত হবে ড্রোন শো। এবারের বাংলা নববর্ষ উদযাপনে দেশের সব জেলা ও উপজেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আগে নির্ধারণ করা অনুদানের অর্থ দ্বিগুণ করা হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা বের হতো। পরবর্তীতে এটিকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম দেওয়া হয়। ‘আমরা হয়ত প্রথম নামেই ফিরে যেতে পারি’, যোগ করেন ফারুকী।
তিনি বলেন, এবারের শোভাযাত্রায় নগরবাসী নতুন কিছু দেখতে পারবে, যেটা আমাদের সমাজ ও সংস্কৃতির সঙ্গে মানানসই। নতুন রং, নতুন গন্ধ ও নতুন সুর পাবে সবাই। এটি হবে সব জাতিগোষ্ঠীর জন্য উপযোগী।
এমএস
এবারের বাংলা নববর্ষ অন্তর্ভুক্তিমূলক উৎসবের মধ্য দিয়ে উদ্যাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা হতো। এটিকে পরবর্তীতে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম দেওয়া হয়। এবারের আয়োজন হবে সার্বজনীন। বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীকে নিয়ে একটি সার্বজনীন অন্তর্ভুক্তিমূলক উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এবার বাংলা নববর্ষ ভিন্ন মাত্রায় উদ্যাপন হবে- জানিয়ে উপদেষ্টা বলেন, এবার শুধু রাজধানীতে নয়, সারা দেশে বিশেষ আয়োজনে উদ্যাপিত হবে পহেলা বৈশাখ।
আগামী ১৩ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত চৈত্র সংক্রান্তি কনসার্টে মাইলস্, ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, ভাইকিংস্ ও স্টোন ফ্রি ব্যান্ডদল গান পরিবেশন করবে।
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতি থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, চৈত্রসংক্রান্তিতে বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনার পাশাপাশি বাউল–ফকিরদের অংশগ্রহণও থাকবে।
পহেলা বৈশাখের দিন সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউয়ে পহেলা বৈশাখ ও জুলাই বিপ্লব নিয়ে প্রদর্শিত হবে ড্রোন শো। এবারের বাংলা নববর্ষ উদযাপনে দেশের সব জেলা ও উপজেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আগে নির্ধারণ করা অনুদানের অর্থ দ্বিগুণ করা হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা বের হতো। পরবর্তীতে এটিকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম দেওয়া হয়। ‘আমরা হয়ত প্রথম নামেই ফিরে যেতে পারি’, যোগ করেন ফারুকী।
তিনি বলেন, এবারের শোভাযাত্রায় নগরবাসী নতুন কিছু দেখতে পারবে, যেটা আমাদের সমাজ ও সংস্কৃতির সঙ্গে মানানসই। নতুন রং, নতুন গন্ধ ও নতুন সুর পাবে সবাই। এটি হবে সব জাতিগোষ্ঠীর জন্য উপযোগী।
এমএস
আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
৪১ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২ ঘণ্টা আগে