ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থা এক বছরে ঠিক করা সম্ভব না: উপদেষ্টা সাখাওয়াত

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৮: ৪৭
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৯: ০৭

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনারা প্রায়ই শোনেন ’ল এন্ড অর্ডার কাজ করছে না, পুলিশ কাজ করছে না, করবে কীভাবে? স্ট্রাকচার নাই। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনেরও স্ট্রাকচার শেষ। দেশের সব প্রশাসনকি ব্যবস্থা ভেঙে পড়েছে। এক বছরে তা ঠিক করা সম্ভব নয়।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ২২ জন শ্রমিকের মাঝে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, শ্রমিকদের চিকিৎসার জন্য কেন্দ্রীয়ভাবে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। ঐ হাসপাতালে শ্রমিকরা সব ধরনেের চিকিৎসা সেবা পাবেন। আমাদের দেশে শিল্প কারখানায় শ্রমিকদের জন্য স্বাস্থ্যগত কর্ম পরিবেশ আশানুরূপ নয়। যেমন টেক্সটাইলসহ অন্যান্য কারখানায় দীর্ঘদিন কাজ করার ফলে তাদের স্বাস্থ্যগত অসুবিধা তৈরি হয়। এসব শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। আমাদের অফিসগুলোতে একজন চিকিৎসক থাকলেও বেড নেই বললেই চলে। এজন্যে তাদের চিকিৎসার জন্যে জেলা পর্যায়ের সদর হাসপাতালে কয়েকটি বেড বরাদ্দ রাখা হলে তারা উপকৃত হবেন।

উপদেষ্টা আরো বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আমরা আইএলও’র ১১টি কনভেনশনের মধ্যে আটটিতে স্বাক্ষর করেছি। কর্মক্ষেত্রে নারী, লিঙ্গ বৈষম্য এবং হয়রানী বন্ধে আমরা কাজ করছি। বাংলাদেশের শ্রম আইনকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। শ্রমিকদের ন্যায্যতা প্রাপ্তিতে আমরা কাজ করছি। তবে কর্মক্ষেত্রে মালিক এবং শ্রমিকদের সম্পর্ক হওয়া উচিৎ পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধাবোধের। কর্ম পরিবেশ বিনষ্টকারী কোনো কর্মকাণ্ড করা উচিৎ নয়।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পাবনা’র উপ-পরিচালক শেখ আসাদুজ্জামান, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত