উত্তরবঙ্গে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

বগুড়া অফিস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৭
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ১০

পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট ৯ ঘন্টা পর প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার জেলা প্রশাসক হোসনে আফরোজের ক্ষতিগ্রস্তদের ব্যাপারে তদন্ত কমিটি গঠন এবং আগামীতে উচ্ছেদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে কথার পরিপ্রেক্ষিতে সাধারণ সম্পাদক আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহার করে নেন।

বিজ্ঞাপন

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য গত সোমবার রাতে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ, দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে আসলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত