আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবিতে নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার

ঢাবিতে নজরুল জয়ন্তী উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে উদযাপন করা হয়েছে। নজরুল জয়ন্তীর এবারের প্রতিপাদ্য - ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

রোববার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি শোভাযাত্রা কবির সমাধির উদ্দেশে রওনা হয়। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি আমাদের জাতীয় চেতনার অন্যতম প্রেরণাস্রোত। তার রচনাসমূহ গণতান্ত্রিক চেতনাকে বারবার উজ্জীবিত করেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) অনুষ্ঠানটি সঞ্চালন করেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্মারক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নজরুল সংগীত পরিবেশিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন