আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে উদ্ধার

ঢাবি সংবাদদাতা
মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে উদ্ধার
মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে উদ্ধার

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্তে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) মিয়ানমার থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিজিবির হেডকোয়ার্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গত ৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়াস্থ বাগানপাড়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে দুলালকে গরু ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মিয়ানমারের নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে আটকে রাখে।

পরবর্তীতে মঙ্গলবার (১০ জুন) বিজিবি স্থানীয় সোর্সের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে যে, অপহৃত ব্যক্তি পোয়ামুহুরী বিজিবির বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে অবরুদ্ধ অবস্থায় আছে। বুধবার (১১ জুন) দুপুরে কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই অপহৃত দুলালকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয় বিজিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন