আশুলিয়ায় শ্রীলংকার নাগরিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৮: ৩৪

সাভারের আশুলিয়া থেকে এক শ্রীলংকার নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তিন তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি ঢাকা রপ্তানি প্রক্রিকরণ (ডিইপিজেডের) এলাকায় তালিশমান বিডি লিমিটেড গার্মেন্টস সেকশনে কাটিং ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শ্রীলংকার এ নাগরিকের বাসা সেখানকার রাজধানী কাঠমন্ডুতে।

পুলিশ জানায়, বিকেলে নিহতের বন্ধু ও কয়েক সহকর্মী হাপুরাচিগেকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করলে তাদের সন্দেহ হয়। পরে তারা ফ্লাটে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিজের ভাড়া করা এ ফ্লাটে এ ব্যক্তির সাথে আরো কয়েকজন থাকতেন। কি কারণে হাপুরাচিগে আত্মহত্যা করেছে তারা কিছুই জানেন না। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিএনপিকে মহিলা জামায়াতের আহ্বান

মুফতি মুহিব্বুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার গুটি?

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, রাতে আড়াইহাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ইসরাইলি সেনা নিহতের অভিযোগে গাজায় হামলা, মৃত বেড়ে ১০৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত