অর্থ আত্মসাতের মামলায় সাবেক কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২০: ২৮

জালিয়াতি করে প্রায় ৫ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (অর্থ) সৈয়দ শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

বিজ্ঞাপন

দুদক জানায়, গত ২৩ মে শরীফুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন উপজেলা কৃষি অফিস ও হর্টিকালচার সেন্টারে বরাদ্দ দেওয়া ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

দুদক আরও জানায়, কৃষি খাত উন্নয়নে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে। অর্থ আত্মসাতের ক্ষেত্রে মাঠ পর্যায়ের উপজেলা কৃষি অফিস, হর্টিকালচার সেন্টার থেকে অর্থ বরাদ্দ-সংক্রান্ত চাহিদাপত্র নেওয়া হয়নি। অর্থের বিষয়টি বরাদ্দ-সংক্রান্ত অনুমোদন নথিতে উপস্থাপন না করে কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে নিজেরা কর্তৃত্ব খাটিয়ে অর্থ আত্মসাৎ করেন।

দুদক জানায়, বরাদ্দ করা অর্থ অর্থনৈতিক কোডগুলোর আওতায় ব্যয় দেখিয়ে বিল পাস করার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। পরবর্তীতে জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি এ-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র বিনষ্ট করা হয়।

মামলার অন্য পাঁচ আসামি হলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবুল হাশিম, সাবেক নার্সারি তত্ত্বাবধায়ক কাজী নুরুল আবছার, চট্টগ্রামের দেওয়ানহাট হর্টিকালচার সেন্টারের উচ্চমান সহকারী মো. আবদুল হালিম, কপবাজারের টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও একই উপজেলার কৃষি অফিসের ক্যাশিয়ার ফিরোজ খান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত