যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের পাচার হওয়া অর্থ উদ্ধার, রোহিঙ্গা শরণার্থী সংকট, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং দেশের গণতান্ত্রিক রূপান্তর।
অধ্যাপক ইউনূস আসন্ন জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলনের জন্য যুক্তরাজ্যের সমর্থন কামনা করেন এবং মিয়ানমারে প্রায় এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনে যুক্তরাজ্যের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করেছে এবং সে সময় প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে অবৈধভাবে পাচার হয়েছে, যার সঙ্গে সাবেক সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত।
অধ্যাপক ইউনূস এই সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনাথন পাওয়েল এই সংকটকালীন সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাজ্যের চলমান সমর্থনের আশ্বাস দেন।
আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারও উঠে আসে। অধ্যাপক ইউনূস ব্যাংকিং খাতের অগ্রগতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ইতিবাচক সাড়া সম্পর্কে আলোকপাত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

