চট্টগ্রামে মতবিনিময় সভায় জুবায়ের

জুলাইকে কুক্ষিগত করার কোনো সুযোগ নেই

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৫৭

জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক এবি জুবায়ের বলেছেন, জুলাইকে কুক্ষিগত করার কোনো সুযোগ নেই। যারা করেছে তারা জাতির দ্বারা ইতোমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। হারিয়ে যেতে বসা জুলাইয়ের ভাবধারাকে সমুন্নত রাখতে কাজ করে যাবে জুলাই ঐক্য। সমাজের প্রতিটা স্তরে প্রতিফলিত হবে জুলাইয়ের আবেদন।

শুক্রবার চট্টগ্রামের চকবাজারে জুলাই ঐক্য চট্টগ্রামের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্থানীয় ও জাতীয় পর্যায়ের ২০টি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয় এ সভা।

বিজ্ঞাপন

স্থানীয় প্রতিনিধিদের সাথে সভায় মতবিনিময় করেন জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক এবি জুবায়ের, ইস্রাফিল ফরাজি এবং মুন্সি বোরহান মাহমুদ।

সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, আওয়ামী গণহত্যার বিচার, জুলাই সনদ কার্যকর, যথাযথ সংস্কার, লীগের সহযোগী ১৪ দল নিষিদ্ধকরণসহ জুলাইয়ের ভাবধারা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত