আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা লুটে নেয়ার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ এর সদস্যরা।

শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন -টঙ্গীর আনারকলি রোডের মুন্সিপাড়া এলাকার মৃত রইছ মিয়া সরকারের ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর এলাকার মৃত হারুন অর রশিদ ব্যাপারীর ছেলে শহীদুল ইসলাম (৪৪) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর লোটিয়া, ওসখালী গ্রামের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।

র‍্যাব জানায়, টঙ্গীবাজার এলাকায় গত বছর ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মেসার্স ডে এন্ড সন্স এর দুইজন বিকাশ মানি কালেক্টর মো. আজাদ ও আরিফুর রহমান বিভিন্ন বিকাশ সেন্টার থেকে টাকা কালেকশন করে মোটরসাইকেলযোগে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের বিকাশ অফিসে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে পূর্ব থেকে উৎপেতে থাকা ৭ থেকে ৮ জন ডাকাত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা লুটে নেয়ার চেষ্টা করে। এসময় তারা বাঁধা দিলে বিকাশ কর্মীদের গুলি করে ও কুপিয়ে যখম করে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনা টঙ্গী পূর্ব থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি তদন্তে নামে র‍্যাব। তার ধারাবাহিকতায় দেড় মাস পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে রাজিব হাসান লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে টঙ্গী আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম (৪৪) সঞ্জয় চন্দ্র শীলকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

তাদেরকে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন