আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌথবাহিনীর অভিযানে ওয়াকিটকি ও এ্যামোনিশনসহ আরসা সদস্য আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

যৌথবাহিনীর অভিযানে ওয়াকিটকি ও এ্যামোনিশনসহ আরসা সদস্য আটক

কক্সবাজারে রামু উপজেলায় যৌথবাহিনীর অভিযানে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরসা) এক সদস্যকে আটক করা হয়েছে। ওই অভিযানে তার কাছ থেকে ৪টি তাজা এ্যামোনিশন ও একটি সচল ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার গর্জনিয়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু সেনানিবাসের একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে গর্জনিয়া এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আরসা সদস্য ইমাম হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

সূত্র বলছে, আটক আরসা সদস্য ইমাম হোসেন ও উদ্ধার হওয়া সরঞ্জাম পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানার অধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন