ইসরাইলে প্রায় ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর মধ্যে প্রায় ৮ লাখ ৮০ হাজার শিশু রয়েছে। যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটিতে সামাজিক সংকট আরো গভীর হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলের জাতীয় বীমা ইনস্টিটিউটের প্রকাশিত ২০২৪ সালের দারিদ্র্য প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জনসংখ্যা এক কোটিরও বেশি। এর মধ্যে ফিলিস্তিনিরা প্রায় ২১ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, ‘ইসরাইলে প্রায় ২০ লাখ দরিদ্র মানুষ রয়েছে, যার মধ্যে প্রায় ৮ লাখ ৮০ হাজার শিশু। অর্থাৎ সারা দেশে প্রতি চারজন শিশুর মধ্যে একজনেরও বেশি দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।'
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিশু দারিদ্র্যের হার ২০২৩ সালে ২৭.৬ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছাতে পারে। পাশাপাশি অর্থনৈতিক দুর্দশার কারণে প্রায় দশ লক্ষ শিশু খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে।
জাতীয় বীমা ইনস্টিটিউট সতর্ক করে জানিয়েছে, যুদ্ধের প্রভাব, দীর্ঘদিন ধরে উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে শিশুদের আর্থিক অবস্থার অবনতি অব্যাহত রয়েছে।
প্রতিবেদন অনুসারে, ওইসিডি সূচক অনুযায়ী ইসরাইলে একজন ব্যক্তির জন্য মাসিক দারিদ্র্যসীমা নির্ধারণ করা হয়েছে ৩,৫৪৭ শেকেল (প্রায় ১,১৪৫ ডলার)। এক দম্পতির জন্য দারিদ্র্যসীমা ৭,০৯৫ শেকেল (প্রায় ২,২৯০ ডলার)। আর পাঁচ সদস্যের একটি পরিবারের আয় ১৩,৩০৩ শেকেল (প্রায় ৪,২৯৫ ডলার) এর নিচে হলে তাকে দরিদ্র হিসেবে গণ্য করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের মধ্যে প্রায় ১,৫৮,০০০ মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন, যা ওইসিডির গড়ের চেয়েও বেশি।
শিশু দারিদ্র্যের হারে ওইসিডি দেশগুলোর মধ্যে কোস্টারিকার পর ইসরায়েল দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতিবেদনে এই পরিস্থিতির পেছনে সামাজিক কল্যাণ খাতে কম সরকারি ব্যয়কে একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সামাজিক কল্যাণে ইসরাইলের ব্যয় মোট দেশজ উৎপাদনের ১৬.৭ শতাংশ, যা ওইসিডি গড়ের তুলনায় অনেক কম।
প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি এবং অতি-গোঁড়া (হারেদি) ইহুদি সম্প্রদায়ের মধ্যে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। তথ্য বলছে, ৩৭.৬ শতাংশ ফিলিস্তিনি পরিবার এবং ৩২.৮ শতাংশ হারেদি পরিবার দারিদ্র্যসীমার নিচে বাস করে। এ দুই গোষ্ঠী মিলিয়ে ইসরাইলের মোট দরিদ্র জনসংখ্যার ৬৫.১ শতাংশ।
সূত্র: আনাদোলু এজেন্সি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ট্রাম্প হামলা না করলে ইরান আরো শক্তিশালী হবে: সৌদি প্রতিরক্ষামন্ত্রী
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত বেড়ে ৬৪
ইরানের নৌ মহড়া ঘিরে সতর্ক বার্তা দিল মার্কিন সেন্টকম