আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসনাতকে ১৪ লাখ টাকা দিলো এসএসসি ব্যাচের বন্ধুরা

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

হাসনাতকে ১৪ লাখ টাকা দিলো এসএসসি ব্যাচের বন্ধুরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত–এনসিপি জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নির্বাচনি খরচের জন্য ১৪ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেছে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুরা।

শনিবার দুপুরে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাচটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ টাকার একটি চেক হাসনাত আব্দুল্লাহর হাতে তুলে দেওয়া হয়। এ সময় ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে নির্বাচনি মাঠে একজন আদর্শ ও জনপ্রিয় প্রার্থীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুরা বলেন, সততা, ন্যায় ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী একজন প্রার্থী হিসেবেই হাসনাত আব্দুল্লাহের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। সেই বিশ্বাস থেকেই স্বেচ্ছায় এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

চেক গ্রহণকালে হাসনাত আব্দুল্লাহ আবেগাপ্লুত কণ্ঠে ব্যাচের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা শুধু আর্থিক সহায়তা নয়, এটি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। এই ভালোবাসাই আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং জনগণের অধিকার আদায়ে আরও দৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, নির্বাচনি মাঠে দিন দিন গণসমর্থন ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ হাসনাত আব্দুল্লাহর প্রচারকে নতুন গতি দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন